IND vs ENG, 3rd Test: ব্যাজবল জমানায় প্রথম বার ডিক্লেয়ার, ১৫ বছর পর দুই ইনিংসেই ৪০০ পার, ঝামা ঘষে দিলেন রোহিতরা
Updated: 18 Feb 2024, 05:13 PM IST Tania Roy 18 Feb 2024 India vs England 3rd Test, Bazball Cricket, Team India, Indian Cricket Team, England Cricket Team, Bengali Sports News, ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট, ব্যাজবল ক্রিকেট, টিম ইন্ডিয়ারাজকোটে ভারত প্রথম ইনিংসে ৪৪৫ রান করে। দ্বিতীয় ইনিংসে তারা করে ৪৩০ রান। এর আগে ২০০৯ সালে আমদাবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত এক টেস্টের দুই ইনিংসেই চারশোর উপর রান করেছিল। সেই সঙ্গে ভারত ইংল্যান্ডের ব্যাজবলের বিরুদ্ধে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেও নজির গড়ে।
এখানেই শেষ নয় বিরাট কোহলি, কেএল রাহুল বিহীন দল নিয়েই ভারতীয় ব্যাটাররা অনন্য নজির গড়ে ফেলেছেন। আর এই কৃতিত্ব যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, সরফরাজ খানদের মতো তরুণদের। প্রায় ১৫ বছর পরএই প্রথম বার ভারত একটি টেস্টের দুই ইনিংসেই চারশোর উপর রান করল। ছবি: এএফপি
পরবর্তী ফটো গ্যালারি