ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি ২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমের ওয়াইএস রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই মাঠকে ব্যাটসম্যানদের স্বর্গ বলে মনে করা হয়। বিশাখাপত্তনমে, ব্যাটসম্যানদের হাত খুলে চার-ছয় হাঁকাতে দেখা যায়।
রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ২৮ রানে হেরে গিয়েছে। প্রথম টেস্ট ম্যাচে টম হার্টলি ইংলিশ দলের হয়ে দুর্দান্ত বোলিং করেন। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটিং লাইনআপে পুরো ধস নামিয়ে দেন। একই সঙ্গে ব্যাটিংয়ে অলি পোপ ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ১৯৬ করে দলকে বড় অক্সিজেন দিয়েছিলেন। যেটা এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।
যাইহোক দ্বিতীয় টেস্টে রোহিত শর্মা ব্রিগেড জেতার জন্য মরিয়া হয়ে থাকবে। এখন প্রশ্ন হল, এই মাঠের পিচে সুবিধা পাবে কারা, ব্যাটসম্যান না বোলাররা? আসুন জেনে নেওয়া যাক বিশাখাপত্তনমের পিচের প্রকৃতি কী রকম হতে চলেছে?
আরও পড়ুন: শুভমন, শ্রেয়সরা ব্যাট হাতে টেস্টে ব্যর্থ, জায়গা কি ফস্কে যাবে? কী বললেন ভারতের ব্যাটিং কোচ?
এই টেস্টে পিচের প্রকৃতি যদি একই থাকে, তবে বোলারদের তুলনায় ব্যাটাররাই বেশি সুবিধে পাবে। সেক্ষেত্রে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচে অবশ্যই রানের বন্যা বইবে। তবে ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রলি মনে করেন যে, ভাইজ্যাগের পিচে সবুজের আধিক্য বেশি রয়েছে। সেক্ষেত্রে এই উইকেটটি সিমারদের জন্য আদর্শ হতে পারে।
জ্যাক ক্রলি বলেছেন, ‘এই উইকেটটি সিমের জন্য একটু ভালো বলে মনে হয়েছে। এটা আমাকে দলের সতীর্থরা বলেছেন। কারণ আমি এখনও পিচ দেখিনি। ওদের কথা অনুযায়ীই বললাম। কিছুটা ড্যাম্পার রয়েছে। কিছুটা সবুজ বলে মনে হচ্ছে। দেখা যাক কী হয়।’
আরও পড়ুন: রজত পতিদার বনাম সরফরাজ খান- কে সুযোগ পাবেন বিশাখাপত্তনমে? মুখ খুললেন ভারতের ব্যাটিং কোচ
তবে ক্রলি যে পিচের উপর সবুজের আস্তরণের কথা বলেছেন, সেটি হয়তো ম্যাচের দিন নাও থাকতে পারে। তবে ব্রিটিশ ওপেনার এবং তাঁর দল, হায়দরাবাদে একটি স্মরণীয় জয়ের পর, নতুন করে শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্টের পিচ নিয়ে উদ্বিগ্ন নন। তাঁরা সব পিচেই লড়াই করতে প্রস্তুত।
ক্রলির দাবি অবশ্য, ‘নিজেদের পরিস্থিতিতে ভারত একেবারেই শীর্ষ দল। চারটি ম্যাচ বাকি আছে, আমরা যা ভালো করি, তাতেই আমাদের লেগে থাকতে হবে এবং আশা করি সেখান থেকে ফলাফল আসবে।’
এদিকে দ্বিতীয় টেস্টে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে বিশাখাপত্তনমের আবহাওয়া নিয়ে প্রশ্ন থাকছে। ম্যাচের তৃতীয় দিন বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।