
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
হায়দরাবাদের ভুল থেকে শিক্ষা নিল না ভারতীয় দল। যশস্বী জয়সওয়াল ছাড়া বাকি সব ব্যাটারই প্রথম টেস্টের মতো ভুল করলেন বিশাখাপত্তনমে। ক্রিজে জমে গিয়েও ছুড়ে দিয়ে এলেন উইকেট। তাঁদের দেখে মনে হচ্ছিল যেন কেউ বলেছেন যে প্রথম টেস্টের রেকর্ডিং নষ্ট হয়ে গিয়েছে। তাই হায়দরাবাদে যেটা করেছিলেন, তার ‘রিপিট টেলিকাস্ট’ বা ‘হাইলাইটস’ দেখাচ্ছেন বিশাখাপত্তনমে। আর সেটার কারণেই যশস্বীর অপরাজিত ১৭৯ রানের পরও দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারত বলতে পারছে না যে ভালো জায়গায় আছে। ভারত মোট যে ৩৩৬ রান তুলেছে, সেটা খারাপ না হলেও মূল চিন্তার জায়গা হল উইকেটের কলামটা। যে কলাম বলছে যে ছ'টি উইকেট পড়ে গিয়েছে। আর সেটি ছ'টি উইকেটের একটির ক্ষেত্রেও বলা যাবে না এটা ইংরেজদের উইকেট। অর্থাৎ ইংরেজরা বোলাররা যে বল করেছেন, সেটা সত্যিই ‘আনপ্লেয়বল’। ওই বলটা খেলাই যাবে না।
বরং ছয় ব্যাটারের আউটের কায়দা দেখলেই বোঝা যাবে যে তাঁরা ইংল্যান্ডকে উইকেটটা ‘উপহার’ দিয়ে এসেছেন। সেটা রোহিত শর্মা, শুভমন গিল, শ্রেয়স আইয়ার হোক বা রজত পতিদার, অক্ষর প্যাটেল, শ্রীকর ভারত হোক। ফলস্বরূপ ভালো শুরু করেও ১৪ রান থেকে ৩৪ রানের মধ্যে আউট হয়েছেন ভারতের ছয় ব্যাটার। শুধু তাই নয়, দিনের শেষ ১০ ওভারে দুটি উইকেট হারিয়ে বসে ভারত। হারিয়েছে বললে অবশ্য ভুল হবে। ‘উপহার’ দিয়েছে।
আর হায়দরাবাদে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ঠিক এটাই হয়েছিল। প্রথম টেস্টে ভারতের তিন ব্যাটার ৮০-র ঘরে গিয়ে আউট হয়ে গিয়েছিলেন। ৮০ রান করেছিলেন যশস্বী। ৮৬ রান করেছিলেন কেএল রাহুল। ৮৭ রান করে আউট হয়ে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। ২০ রানের ঘরে আউট হয়েছিলেন রোহিত এবং শুভমন। ৩০ রান এবং ৪০ রানের ঘরে আউট হয়ে গিয়েছিলেন শ্রেয়স, ভরত, অক্ষররা। অর্থাৎ কেউ ‘নক-আউট পাঞ্চ’ মারতে পারেননি, যে ‘নক-আউট পাঞ্চ’-এ ম্যাচ থেকেই বের হয়ে যেত ইংল্যান্ড। সেটার ফলস্বরূপ ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিলেন ইংরেজরা। আর জিতে গিয়েছিল প্রথম টেস্ট।
ভারতীয় ভক্তদের আশঙ্কা, বিশাখাপত্তনমেও সেটাই হবে না তো? প্রথম দিনের শেষে ৩৩৬ রানের পাশে যদি উইকেটের সংখ্যা দুই বা তিন হত, তাহলে ভারত ভালো জায়গায় আছে বলা যেত। এখন ছ'টি উইকেট পড়ে যাওয়ায় ভারত আদৌও ৫০০ রান তুলতে পারবে কিনা, তা নিয়ে ঘোর সন্দেহ আছে। যে রানটা তুলতে না পারলে ইংল্যান্ডের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। ব্যাটিংয়ের জন্য ভালো উইকেটে (যশস্বী অবশ্য দাবি করেছেন যে উইকেট সহজ ছিল না) সেটা ইংল্যান্ডের কাছে ‘নৈতিক জয়’ হবে বলে বিশেষজ্ঞদের মত।
আরও পড়ুন: IND vs ENG 2nd Test: ভাইজাগের পিচ খুব একটা সহজ নয়, বড় রান করলেও ইঙ্গিত মিলল যশস্বীর কথায়
6.88% Weekly Cashback on 2025 IPL Sports