বাংলা নিউজ > ক্রিকেট > IND vs AUS: কীভাবে ১০০ মিটার লম্বা ছক্কা মারলেন? জিতেশ শর্মার সামনে রিঙ্কু সিংয়ের রহস্য ফাঁস

IND vs AUS: কীভাবে ১০০ মিটার লম্বা ছক্কা মারলেন? জিতেশ শর্মার সামনে রিঙ্কু সিংয়ের রহস্য ফাঁস

জিতেশ শর্মা ও রিঙকু সিং (ছবি-AP)

রিঙ্কু সিং বলেন, ‘কিছু না। তুমি জানো আমি তোমার সঙ্গেই জিমে করি। আমি ভালো খাবার খাই। আমি ওজন তুলতে খুব পছন্দ করি, তাই আমার মধ্যে প্রাকৃতিক শক্তি আছে। সেই কারণেই এমনটা করতে পারি।’ রিঙ্কু ও জিতেশের মধ্যে ৫ম উইকেটে ৫৬ রানের জুটি গড়ে ওঠে। এই জুটির সুবাদে ভারত ১৭৪ রানে পৌঁছাতে সক্ষম হয়।

ভারতীয় ব্যাটসম্যান রিঙ্কু সিং বর্তমানে দারুণ ফর্মে রয়েছেন। তবে তাঁর এই সাফল্যের কৃতিত্ব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকেই দিয়েছেন রিঙ্কু। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে চাপের মধ্যেও শান্ত থেকেছেন এবং নিজের ভূমিকা ভালোভাবে পালন করে চলেছেন তিনি। এর জন্য আইপিএলে খেলার অভিজ্ঞতাকেই কাজে লাগিয়েছেন রিঙ্কু। ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ ম্যাচে ২৯ বলে ৪৬ রান করেন রিঙ্কু এবং সিরিজে নিজের প্রথম খেলায় জিতেশ শর্মা ১৯ বলে ৩৫ রান করেন। এর ফলে ভারত প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর তোলে। এর জবাবে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ১৫৪ রানে সীমাবদ্ধ হয়ে যায় এবং পাঁচ ম্যাচের সিরিজটি ৩-১ ব্যবধানে পিছিয়ে যায়। ভারত জেতে ৩-১ ব্যবধানে।

শুক্রবার ভারতের ২০ রানের জয়ের পর রিঙ্কু সিং ও জিতেশ শর্মাকে একটি আড্ডা দিতে দেখা যায়, যা পরবর্তি সময়ে বিসিসিআই টিভিতে প্রকাশ করা হয়। এই সময়ে রিঙ্কুর কাছে জিতেশ তাঁর ভালো খেলা ও মাথা ঠান্ডা রাখার কারণ জানতে চান। এই প্রশ্নে রিঙ্কু বলেন, তিনি অনেক দিন ধরে খেলছেন। এছাড়াও তিনি বলেন গত ৫-৬ বছর ধরে আইপিএল খেলছেন, সেই কারণেই তাঁর আত্মবিশ্বাস বেড়েছে। সে কারণেই নিজের উপর আস্থা বেড়েছে রিঙ্কুর এবং নিজেকে শান্ত রাখতে পারেন। জিতেশ স্বীকার করেছেন যে তিনি যখন ব্যাট করতে নামেন তখন তিনি অনেক চাপের মধ্যে ছিলেন। তবে এই সময় যে রিঙ্কু তাঁকে অনেক সাহায্যে করে ছিল।

ইশান কিষানের জায়গায় দলে জায়গা পান উইকেটরক্ষক ব্যাটসম্যান জিতেশ শর্মা। এই আড্ডার সময়ে রিঙ্কুকে ধন্যবাদ জানান জিতেশ। তিনি বলেন, রিঙ্কু তাঁকে ক্রমাগত স্বতঃস্ফূর্ত হতে বলছিল এবং কোনও ধরনের চাপ নিতে মানা করছিল। এই সময়ে রিঙ্কু তাঁর ইনিংসে ১০০ মিটার দীর্ঘ ছক্কাও মেরেছিলেন। এত লম্বা শট মারার রহস্য জানতে চেয়েছিলেন জিতেশ শর্মা। এর উত্তরে মজার জবাব দিয়েছিলেন রিঙ্কু সিং।

আসলে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বেশ শিরোনাম রয়েছেন রিঙ্কু সিং। বারবার ম্যাচ শেষ করার সামর্থ্য দেখিয়েছেন রিঙ্কু। রায়পুরে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে নবম ওভারেই ব্যাট করতে আসেন রিঙ্কু। এই সময়ে টিম ইন্ডিয়ার দলীয় স্কোর ৮.১ ওভারে ৩ উইকেটে ৬৩ রান ছিল। সেই সময়ে আউট হয়েছিলেন যশস্বী জসওয়াল, শ্রেয়স আইয়ার ও সূর্যকুমার যাদব। রিঙ্কু প্রথমবার এমন কন্ডিশনে ব্যাট করতে নামেন, তবে তিনি চাপে ছিলেন না। রিঙ্কু সিং ২৯ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৪৬ রান করেন। এই সময়ে তিনি ১০০ মিটারের একটি ছক্কাও মেরেছিলেন। চতুর্থ টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফর্ম করেছেন জিতেশ শর্মা। তিনি ১৯ বলে ৩৫ রান করেন। এই সিরিজে এটাই ছিল তাঁর প্রথম ম্যাচ। ম্যাচের পর রিঙ্কুকে ১০০ মিটার লম্বা ছক্কার রহস্য জিজ্ঞেস করেন জিতেশ। এর উত্তরে ওয়েট ট্রেনিংকেই কৃতিত্ব দিয়েছিলেন রিঙ্কু।

কী বললেন রিঙ্কু সিং?

রিঙ্কু সিং বলেন, ‘কিছু না। তুমি জানো আমি তোমার সঙ্গেই জিমে করি। আমি ভালো খাবার খাই। আমি ওজন তুলতে খুব পছন্দ করি, তাই আমার মধ্যে প্রাকৃতিক শক্তি আছে। সেই কারণেই এমনটা করতে পারি।’ রিঙ্কু ও জিতেশের মধ্যে ৫ম উইকেটে ৫৬ রানের জুটি গড়ে ওঠে। এই জুটির সুবাদে ভারত ১৭৪ রানে পৌঁছাতে সক্ষম হয়।

রিঙ্কু সিং ৯৯ গড়ে রান করেছেন

এই সিরিজে এখনও পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করেছেন রিঙ্কু সিং। চার ম্যাচের ৩ ইনিংসে তিনি ৯৯ গড়ে ৯৯ রান করেছেন। এই সময়ে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৯০.৩৮। ১২টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। রিঙ্কু ৯ ম্যাচের ৫ ইনিংসে ৮৭ গড়ে ১৭৪ রান করেছেন। এখনও পর্যন্ত মাত্র ৮৮ বল মোকাবেলা করেছেন তিনি। এর মধ্যেই তিনি ১৬টি চার ও ১১টি ছক্কা মেরেছেন। রবিবার বেঙ্গালুরুতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ৫ম টি-টোয়েন্টি খেলা হবে। সেখানেও সকলে রিঙ্কুর দিকে তাকিয়ে থাকবে।

ক্রিকেট খবর

Latest News

এটিএমের খরচ বাড়ছে বৃহস্পতি থেকেই! টাকা তুললে কত বেশি চার্জ পড়বে? রইল নয়া নিয়ম কাঞ্চন তো আমার সব লুকেই ফিদা হয়ে যায়, নাহলে কি আর প্রেমে পড়ত: শ্রীময়ী ‘বিজেপির লজ্জা!’ মমতার পাশে দিঘায় দিলীপ, রেগে ফায়ার সৌমিত্র, কী বললেন শুভেন্দু? পরবর্তী ম্যাচ খেলব কিনা, তাই-ই জানি না… অবসর নিয়ে প্রশ্নে এ কী জবাব দিলেন ধোনি! ‘বুলেট'-এর গতিতে আসছে সরোজিনী’! মেগার সব চরিত্রদের সঙ্গে সেরে নিন আলাপ লক্ষ্মীবার দিয়ে শুরু হচ্ছে মাস! আগামিকাল কেমন কাটবে? রইল ১ মে ২০২৫ রাশিফল দেবের 'দেব'দর্শন! বাবা-মায়ের সঙ্গে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে ঘাটালের সাংসদ ক্রীড়াবিদরা টাকা নিয়ে হিসেব দিচ্ছে না! ৮ কোটি খরচের কোনও বিল না পেয়ে বিরক্ত SAI তেলেঙ্গানা হাইকোর্টের স্থগিতাদেশ,উপ্পল স্টেডিয়ামের স্ট্যান্ড থাকছে আজহারের নামেই সত্যিই কি দিঘায় আমিষ নিষেধ? কুণালের লাঞ্চে এসব কী! দেখুন ছবি, 'হতাশ সিপিএম!'

Latest cricket News in Bangla

পরবর্তী ম্যাচ খেলব কিনা, তাই-ই জানি না… অবসর নিয়ে প্রশ্নে এ কী জবাব দিলেন ধোনি! তেলেঙ্গানা হাইকোর্টের স্থগিতাদেশ,উপ্পল স্টেডিয়ামের স্ট্যান্ড থাকছে আজহারের নামেই জিম্বাবোয়েকে ইনিংসে হারিয়ে মধুর বদলা, সিরিজ ড্র করল বাংলাদেশ রিঙ্কুকে কেন চড় মেরেছিলেন কুলদীপ? বিতর্কের মাঝে পালটা নতুন ভিডিয়ো পোস্ট করল KKR ভাগ্যিস আমার জন্মদিন IPL-এর সময়ে হয়… কেন এমন দাবি রোহিতের? ভাইয়ের অপমানের বদলা নিলেন বিরাটের দাদা বিকাশ! মঞ্জরেকরের সমালোচনায় কোহলি আইনি প্যাঁচে ফেঁসেছে IPL 2025-এর রোবট কুকুর ‘চম্পক’! দিল্লি হাই কোর্টে উঠল মামলা ৩৮ পেরিয়ে ৩৯এ পা হিটম্যানের! শুভেচ্ছার জোয়ারে ভাসছেন T20 বিশ্বকাপজয়ী অধিনায়ক পরের মরশুমে IPL-এ খেলো না… ধোনিকে বাস্তবটা চোখে আঙুল দিয়ে দেখালেন অজি প্রাক্তনী ২০২৬ এশিয়ান গেমসে জায়গা পেল ক্রিকেট ও MMA! সেপ্টেম্বরে-অক্টোবরে জাপানে বসবে আসর

IPL 2025 News in Bangla

পরবর্তী ম্যাচ খেলব কিনা, তাই-ই জানি না… অবসর নিয়ে প্রশ্নে এ কী জবাব দিলেন ধোনি! রিঙ্কুকে কেন চড় মেরেছিলেন কুলদীপ? বিতর্কের মাঝে পালটা নতুন ভিডিয়ো পোস্ট করল KKR ভাগ্যিস আমার জন্মদিন IPL-এর সময়ে হয়… কেন এমন দাবি রোহিতের? ভাইয়ের অপমানের বদলা নিলেন বিরাটের দাদা বিকাশ! মঞ্জরেকরের সমালোচনায় কোহলি আইনি প্যাঁচে ফেঁসেছে IPL 2025-এর রোবট কুকুর ‘চম্পক’! দিল্লি হাই কোর্টে উঠল মামলা ৩৮ পেরিয়ে ৩৯এ পা হিটম্যানের! শুভেচ্ছার জোয়ারে ভাসছেন T20 বিশ্বকাপজয়ী অধিনায়ক পরের মরশুমে IPL-এ খেলো না… ধোনিকে বাস্তবটা চোখে আঙুল দিয়ে দেখালেন অজি প্রাক্তনী ধনশ্রীকে ডিভোর্স দেওয়ার পরে মুম্বইয়ে ভাড়ার ফ্ল্যাটে উঠলেন যুজবেন্দ্র চাহাল রাহানের হাতের স্ক্যান করা হবে! তাহলে কি নাইট ক্যাপ্টেনের চোট গুরুতর? আচমকাই রিঙ্কুর গালে থাপ্পড় কুলদীপের, রেগে লাল KKR তারকা, উঠছে নির্বাসনের দাবি

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.