শুভব্রত মুখার্জি:- সীমিত ওভারের ক্রিকেটে নিঃসন্দেহে অন্যতম সেরা ক্রিকেটার ভারত অধিনায়ক রোহিত শর্মা। ওডিআই ফর্ম্যাট হোক কিংবা টি-২০ ফর্ম্যাট দুই ফর্ম্যাটেই যথেষ্ট ভালো পারফরম্যান্স রয়েছে রোহিত শর্মার। সামনের জুনেই শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। তার আগে টি-২০ ফর্ম্যাটে জাতীয় দলে কামব্যাক করেছেন রোহিত শর্মা। প্রায় ১৪ মাস পরে এই ফর্ম্যাটে জাতীয় দলে ফিরেছেন বিরাট কোহলির মতন ক্রিকেটার। প্রত্যাবর্তনের এই ম্যাচে রোহিত শর্মা ব্যাট হাতে তেমন কিছু করে উঠতে পারেননি। তা সত্ত্বেও বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে এক অনন্য নজির গড়ে ফেলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
আরও পড়ুন…. IND vs PAK: দুই বোর্ড খেলতে প্রস্তুত- ভারত পাকিস্তান সিরিজ নিয়ে PCB প্রধানের বড় মন্তব্য
আন্তর্জাতিক ক্রিকেটে টি-২০' ফর্ম্যাটে সর্বাধিক ম্যাচ জয়ের তালিকায় তিন নম্বরে জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা। এদিন আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে নিজের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের ১০০তম জয়ও তুলে নিয়েছেন রোহিত শর্মা। এই তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের ড্যানি ওয়াট। তিনি এখন পর্যন্ত ১১১টি ম্যাচ জিতেছেন ড্যানি ওয়াট। দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যালিসা হিলি। তিনি ও জিতেছেন ১০০টি ম্যাচ। তৃতীয় স্থানে থাকা ভারত অধিনায়ক রোহিত শর্মাও জিতেছেন ১০০ টি ম্যাচ। পঞ্চম স্থানে থাকা অস্ট্রেলিয়ার আরেক ক্রিকেটার মেগ ল্যানিং জিতেছেন ৯৪টি ম্যাচ। সুজি বেটস জিতেছেন ৮৯টি ম্যাচ। ষষ্ঠ স্থানে রয়েছেন প্রাক্তন পাক অলরাউন্ডার শোয়েব মালিক। তাঁর ঝুলিতে ছিল ৮৬টি উইকেট। অর্থাৎ গোটা এই তালিকায় মাত্র দুই পুরুষ ক্রিকেটার রয়েছেন। যাদের মধ্যে অন্যতম রোহিত শর্মা।
এদিন অবশ্য অধিনায়ক রোহিতের দিন ভালো গেলেও ব্যাটার রোহিতের সময়টা ভালো যায়নি। বৃহস্পতিবার মোহালিতে কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরে গেছেন তিনি। রান আউট হতে হয়েছে ভারত অধিনায়ককে। এরপরে যদিও ভারতকে ম্যাচ জিততে খুব বেশি বেগ পেতে হয়নি। এদিন ভারতীয় ব্যাটিংয়ের নায়ক শিবম দুবে। তিনি ব্যাট হাতে ৬০ রানের দুরন্ত ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন। মাত্র ৪০ বলে করেন এই ৬০ রান। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে ৩১ রান করেছেন জিতেশ শর্মা। ফলে মাত্র ৪ উইকেট হারিয়ে, ১৪ বল বাকি থাকতেই ভারত ম্যাচ জিতে গিয়েছে। এদিন প্রথমে ব্যাট করে ১৫৮ রান করেছিল আফগানিস্তান। ভারতের হয়ে ম্যাচে দুটি করে উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল এবং মুকেশ কুমার।