ICC Women's Cricket World Cup 2025 Qualifier: লাহোরের বাছাইপর্বের একটি রোমাঞ্চকর ম্যাচে আয়ারল্যান্ডকে ছয় রানে পরাজিত করল ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে আসন্ন মহিলা বিশ্বকাপে জায়গা করে নেওয়ার আশায় বড় ধাক্কা খেল আয়ারল্যান্ডের মহিলা দল। ছয় দলের রাউন্ড-রবিন ফরম্যাটে খেলা এই বাছাইপর্বে, যেখানে শুধুমাত্র শীর্ষ দুই দল ভারতের আসন্ন বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করবে, সেখানে আয়ারল্যান্ড তাদের প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে হেরে যায়।
পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ড। এই ম্যাচটি বৃষ্টির কারণে ৩৩ ওভারে সীমিত করা হয়। টস জিতে ফিল্ডিং নেয় আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ১৮১/৬ রান করে। স্ট্যাফানি টেলর ও চিনেল হেনরি উভয়েই ৪৬ রান করেন। আয়ারল্যান্ডের পক্ষে জেন ম্যাগুয়ার সর্বাধিক তিনটি উইকেট নেন, যার মধ্যে ছিল টেলারের মূল্যবান উইকেট।
পাকিস্তানের বিরুদ্ধে আগের ম্যাচের মতোই আয়ারল্যান্ড ভালো সূচনা করে। অ্যামি হান্টার ও অধিনায়ক গ্যাবি লুইস উদ্বোধনী জুটিতে ৫৭ রান যোগ করেন। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন হেইলি ম্যাথিউসের বলে বোল্ড হয়ে ১৭ রানে আউট হন লুইস এবং পরবর্তী ছয় ওভারে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট পড়ে যায়। এতে আয়ারল্যান্ডের স্কোর দাঁড়ায় ৮০/৪।
আরও পড়ুন … ভারতসেরা ইস্টবেঙ্গল! ছেলেরা ঝোলালেও IWL-এ মশাল জ্বালালেন লাল-হলুদ বাহিনীর মেয়েরা
অ্যামি হান্টার ৪৮ রান করে আউট হন আফি ফ্লেচারের বলে। লরা ডিলানি (৩২) ও ক্রিস্টিনা কোল্টার রেইলি (২৬) দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান, তবে দুজনকেই আউট করেন আলিয়াহ অ্যালেইন। এরপর অ্যাভা কানিং ও জেন ম্যাগুয়ার পরপর দুই বলে আউট হন হেইলি ম্যাথিউজের বলে। এই সময়ে আয়ারল্যান্ডের স্কোর হয় ১৫৬/৯।
আরও পড়ুন … Liverpool FC-র সঙ্গে মহম্মদ সালাহ-র নতুন চুক্তি! ২০২৭ পর্যন্ত খেলবেন দ্য রেডস-দের হয়ে
তবে আর্লিন কেলি ও কারা মারে ১৯ রানের জুটি গড়ে আয়ারল্যান্ডকে জয়ের কাছাকাছি নিয়ে যান, যখন ব্যবধান মাত্র ৭ রান। শেষ পর্যন্ত ম্যাথিউসের কেলিকে আউট করে ম্যাচের ইতি টানেন, হেনরি ক্যাচটি ধরেন। এই জয়ে ওয়েস্ট ইন্ডিজ গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট তুলে নেয়, বিশেষ করে স্কটল্যান্ডের কাছে পরাজয়ের পর। এই ম্যাচে হেইলি ম্যাথিউজের বোলিং ফিগার ছিল ৬.২ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট। এই পারফরমেন্স ম্যাচ নির্ধারক হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন … এটা বিশাল লার্নিং এক্সপেরিয়েন্স: গম্ভীর-নেহরাদের কোচিং নিয়ে কী বললেন ওয়াশিংটন?
১৩ এপ্রিল, রবিবার আয়ারল্যান্ডের পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। আইসিসি মহিলা বিশ্বকাপ কোয়ালিফায়ার ২০২৫ তৃতীয় দিনের অন্য ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় পেল পাকিস্তান। লাহোরে অনুষ্ঠিত ম্যাচে ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান ছয় উইকেটে ম্যাচ জিতে নেয়। দুই ম্যাচে দুই জয় নিয়ে পাকিস্তান চার পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে।