ভারতীয় দল আর ২৪ ঘন্টার মধ্যেই খেলতে নামবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। রোহিত শর্মার এই মূহূর্তে যা বয়স আর যা পারফরমেন্স তাতে আরও ২ বছর ধরে তিনি এই ফরম্যাটে অধিনায়ক থাকবেন কিনা সেই নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনের মধ্যে সামান্য দ্বিধা রয়েছে বটে। যদিও ১৯ নভেম্বরের কষ্ট ভোলার জন্য আপাতত রবিবাসরীয় মিনি বিশ্বকাপ ফাইনালেই মনযোগ করছেন ক্রিকেটভক্তরা। ম্যাচের আগের দিন বিরাট কোহলি, রোহিত শর্মাকে দেখা গেল একদম ফিলগুড মেজাজে। বিরাট এবারের আইসিসি ইভেন্টে রানের মধ্যেই রয়েছেন, রোহিত তেমন রান না পেলেও শুরুটা ভালোই করার চেষ্টা করছেন নিজের স্টাইলে। ম্যাচের আগে তাই ভারতীয় দলের অন্দরে রয়েছে এক রাশ খোলা বাতাস। বিরাট কোহলি ভারতের ট্রেনিং সেশন শুরুর আগেই দেদার বিলিয়ে দিলেন অটোগ্রাফ।
টানা ৭ ম্যাচ অপরাজিত রোহিতরা (ODI)
ভারতীয় দল এখনও পর্যন্ত টানা ৭ ম্যাচে জিতেছে ওডিআইতে, এর মধ্যে ইংল্যান্ড সিরিজে তিনটি এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে চারটি। আর একটা ম্যাচ জিততে পারলেই ট্রফি ক্যাবিনেটে ফের যুক্ত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। সেই লক্ষ্যেই আইসিসি অ্যাকাডেমির ট্রেনিং গ্রাউন্ডে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট আগেই চলে আসলেন লোকেশ রাহুল। বেশ কয়েকবার নেটে চেষ্টা করলেন রিভার্স সুইপ শট মারতে, বোঝাই যাচ্ছিল অফ স্পিনারের ক্ষেত্রে Against the Spin খেলার টেকনিক রপ্ত করছিলেন।
স্পিনারদের দিকেই বাড়তি মনযোগ বিরাটের
তবে বিরাট কোহলির অনুশীলন দেখে মুগ্ধ হলেন সকলে। একদমই ভিন্ন টেকনিকে আইসিসি অ্যাকাডেমির মাঠে ব্যাটিং নেট সেশন সাড়লেন তিনি। প্রথমে লেফট আর্ম থ্রোয়ারের থেকে বল নিলেন রাউন্ড দ্য উইকেট থেকে। অর্থাৎ বল বাইরের দিকে গেলে শট খেলার প্রস্তুতি নিলেন, বিশেষ করে ফোর্থ স্টাম্প এবং ফিফথ স্টাম্পের বলের ক্ষেত্রে। এরপর বাঁহাতি অক্ষর এবং বরুণ চক্রবর্তীর বোলিংয়েও দীর্ঘক্ষণ খেললেন। একবার অবশ্য বিরাট বিট খেলেন অক্ষরের বোলিংয়ে। বিরাটকে কয়েকটা গুগলি দিলেও বরুণ চক্রবর্তী কিন্তু সব অস্ত্র প্রকাশ করলেন না।
নয়া টেকনিকে ব্যাটিং কোহলির, দেখুন ভিডিয়ো-
এদিকে কোহলিকে দেখা গেল প্রত্যেকটা শটের পরই একবার করে রানের সংখ্যা উল্লেখ করতে। অর্থাৎ কোন শটে তিনি স্ট্রাইক রোটেট করে সিঙ্গল নেবেন সেটা বুঝতেই তিনি একটার পর একটা নেট সেশনে বল খেললেন, সঙ্গে উল্লেখ করতে থাকলেন ‘ওয়ান রান’ শব্দটা। অর্থাৎ স্রেফ বাউন্ডারি না মেরে, স্ট্রাইক রোটেট করেও যে ৯০র কাছাকাছি স্ট্রাইক রেট রেখে দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, সেটাই বোঝাতে চান বিরাট।
রোহিত-গিল ফাস্ট বোলিংয়ে অনুশীলন করলেন
রোহিত অবশ্য নিজের চেনা ঢংয়েই ফাস্ট বোলারদের বিরুদ্ধে বড় শটের চেষ্টা করলেন, আর শুভমন গিল অনেকক্ষণ ব্যাক ফুটে শট খেলার চেষ্টা করলেন। যাতে ম্যাট হেনরি বা উইল রুরকির মতো উচ্ছতা সম্পন্ন বোলারদের খেলতে ব্যাকফুটে আসতে পারেন। সেক্ষেত্রে হাতে সামান্য সময় বেশি পাওয়া যাবে। দীর্ঘক্ষণ ট্রেনিং সেশনে মর্নি মর্কেলের সঙ্গে কথা বলতে দেখা গেল মহম্মদ শামিকে। ভারতীয় দল শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দেশে ফিরতে পারে কিনা, তা জানতে অপেক্ষা থাকবে আর কয়েক ঘন্টার।