শুভব্রত মুখার্জি:- ২৯ জুন অর্থাৎ শনিবার শেষ হয়েছে টি-২০ বিশ্বকাপের আসর। বার্বাডোসের কেনসিংটন ওভালে ফাইনালে ভারত, দক্ষিণ আফ্রিকাকে টানটান উত্তেজনার ম্যাচে সাত রানে হারিয়ে এই বিশ্বকাপের শিরোপা জয় নিশ্চিত করে। ১১ বছর পরে ভারত কোন আইসিসি ট্রফি এবং ১৭ বছর বাদে ভারত টি-২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পেল ফের।এই জয়ের পরে ভারতীয় ক্রিকেটের সমর্থকরা স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন। তাদের সেই রেশ কাটতে না কাটতেই ফাইনাল শেষে জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা তারকা ক্রিকেটার বিরাট কোহলি জানিয়ে দেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটের টি-২০ ফর্ম্যাটকে আলবিদা জানাচ্ছেন। ম্যাচ শেষের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থাপক হর্ষ ভোগলেকে এই কথা জানান তিনি। বিষয়টি নিশ্চিত করতে ভোগলে,বিরাটের কাছে ফের জানতে চাইলে বিরাট নিশ্চিত করেন যে হ্যা তিনি আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিচ্ছেন। ব্যাপারটি যে তাঁকে অবাক করেছিল তা জানিয়েছেন হর্ষ ভোগলে।
ক্রিকেটের প্রখ্যাত ধারাভাষ্যকার হর্ষ ভোগলে জানিয়েছেন বিরাটের আবেগী বিদায়ের কথায় তিনি বেশ অবাক হয়েছিলেন। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই বিষয়টি নিয়ে একটি পোস্ট করেছেন ভোগলে। তিনি জানিয়েছেন ' আমার এটা স্বীকার করতে কোন বাধা নেই যে আমি প্রচন্ড অবাক হয়েছিলাম আবেগী বিরাট কোহলিকে দেখে। ফাইনালের পর ওঁকে যেমন আবেগপ্রবণ আমি হতে দেখেছি এর আগে কোনদিন কখনো দেখিনি। তারপর আরো অবাক হয়েছি যখন ও জানায় যে এটাই ওঁর শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ।' এরপর তিনি আরো যোগ করেন। জানান ' এই জেনারেশনের নিজেকে খুব সৌভাগ্যবান মনে করা উচিত। যে তারা বিরাট কোহলিকে তাঁর প্রাইম ফর্মে খেলতে দেখেছে। ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ জেতাতে দেখেছে। ও(বিরাট কোহলি) ফের একবার দেখিয়ে দিয়েছে যে কেন ওঁকে বড় ম্যাচের ক্রিকেটার বলা হয়। ভারত খুব সৌভাগ্যবান যে এমন একজন ক্রিকেটারকে তারা পেয়েছে।'
আরও পড়ুন-এক নয় একাধিক গুরুতর অভিযোগ রয়েছে কেভিন অর্টেগার বিরুদ্ধে!জেনে নিন রেফারির কীর্তি
ঘটনাচক্রে হর্ষ ভোগলের এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। প্রসঙ্গত টি-২০ বিশ্বকাপ ফাইনালের পরেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিরাট হঠাৎ করেই নিজের অবসরের কথা জানিয়েছিলেন। তিনি জানান ‘ এটাই আমার শেষ টি-২০ বিশ্বকাপ। আমরা আমাদের কেরিয়ার ঠিক এটাই অর্জন করতে চেয়েছিলাম। এমন দিন মাঝে মাঝে আসে যখন মনে হয় যে আমি হয়ত আর রান করতে পারব না। এটা হতেই পারে।সবার সঙ্গে হয়। আমার সঙ্গে ও হয়েছে। তবে আমি বলব ঈশ্বর মহান। তিনি সবাইকে সাহায্য করেন। আমাদের কাছে এটা(ফাইনালটা) মরণ বাঁচন একটা মুহূর্ত ছিল। আমরা কাপটা জিততে চেয়েছিলাম।এমন নয় যে এটা না হলে আমি আমার (অবসরের) সিদ্ধান্তের কথা জানাতাম না।’
আরও পড়ুন-ডার্বি খেলতে মুখিয়ে রয়েছি! ইস্টবেঙ্গলে যোগ দিয়েই জানিয়ে দিলেন ভারতীয় ডিফেন্ডার