দলগঠনের কাজ প্রায় শেষ পর্যায় ইস্টবেঙ্গল ক্লাবের। মঙ্গলবারই কলকাতা চলে আসছেন ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত, তাঁর সহকারী দিমাস দেলগাডোসহ বেশ কয়েকজন। ইস্টবেঙ্গলের মাঝমাঠের বড় ভরসা সাউল ক্রোসপো কলকাতায় আসছেন কোচের সঙ্গেই। এই আবহের মধ্যেই এবার দল গোছানোর কাজ প্রায় শেষ পর্যায় লালহলুদের। ডিফেন্স বরাবরই ইস্টবেঙ্গলের এক চিন্তার জায়গা। প্রথম একাদশ তাও বিদেশী দিয়ে ভরিয়ে দেওয়া গেলেও রিজার্ভ বেঞ্চও তো শক্তিশালী করতে হবে। এছাড়া লালনুনচুঙ্গার ফর্মও গতবার খুব একটা ভালো ছিল না ফলে, রক্ষণ জমাট করাই প্রধান কাজ হতে চলেছে লালহলুদ কোচের। এদিকে কুয়াদ্রাতের শহরে আসার দিনই বাঙালি ডিফেন্ডারকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল ক্লাব।
আরও পড়ুন-পেনাল্টি মিস! কোনও মতে মান বাঁচিয়েছেন কোস্তা! ইউরোর পরই অবসরের পথে রোনাল্ডো?
২ বছরের চুক্তি ইস্টবেঙ্গলে এলেন প্রভাত লাকরা। বাংলার ছেড়ে হওয়ায় এই ক্লাবকে বেশ ভালোভাবেই চেনে প্রভাত। বাংলার ফুটবলে দীর্ঘদিন খেলেছেন। সুযোগ পেয়ে চলে গেছিলেন নর্থইস্ট ইউনাইটেডে, এরপর জামশেদপুর এফসিতে। সেখানে আইএসএল খেলার পর ফের বাংলায় প্রত্যাবর্তন করলেন এই বঙ্গতনয়। তবে অল্প সময়ের জন্য নয়, দুবছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিলেন এই তরুণ ডিফেন্ডার, নিজেকে ফিট করে তুলতে খেলতে কলকাতা লিগেও। এরপরই শুরু ডুরান্ড কাপ, সেখান থেকেই স্প্যানিশ কোচের গুডবুকে উঠে আসার চেষ্টা চালাবেন তিনি। গতবার অবশ্য তাঁর খেলা বেশ পছন্দই হয়েছিল ইস্টবেঙ্গল কোচ এবং স্পটারদের। সেই সুবাদেই তাঁকে ২০২৫-২৬ মরশুম পর্যন্ত দলে নেওয়ার সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন-ভদ্র ব্যবহার করুন, ঠিকভাবে কথা বলতে হবে, ফ্যানদের উপদেশ হার্দিকের
আইএসএলে ৫১ ম্যাচ খেলা প্রভাত লাকরা ইস্টবেঙ্গলে যোগ দিয়ে বলেন, ‘ ইস্টবেঙ্গল ভারতীয় ফুটবল বিশাল বড় এক প্রতিষ্ঠান। সেখানে খেলতে পারা গর্বের বিষয়।আমি মুখিয়েই রয়েছি সেখানে খেলার জন্য। কোচ কার্লেস কুয়াদ্রাতের সঙ্গেও কথা হয়েছে। উনি খুব ভালোভাবে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করে, তাঁদের থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করে। আমিও মুখিয়ে রয়েছি ওনার তত্ত্বাবোধানে খেলব বলে। প্রত্যেক ফুটবলারেরই একটা স্বপ্ন থাকে ডার্বিতে খেলা, আমিও মুখিয়ে রয়েছি সেই ম্যাচে খেলব বলে এবং নিজের সেরাটা উজার করে দেওয়া জন্য লালহলুদ জার্সিতে’।
ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত জানান, ‘আমাদের দলের বিরুদ্ধে যতবার ও খেলেছে, দুর্দান্ত পারফরমেন্স করার চেষ্টা করেছে। নিজের সেরাটা দিতে মুখিয়ে থেকেছে। যখন কথা বলেছিলাম ওর সঙ্গে, ও বলেছিল নিজের কেরিয়ারের টপ ফর্মে ও বড় ক্লাবে খেলতে চায়। আমার ওর খেলা মনে ধরে। ’ ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।