মার্কিন যুক্তরাষ্ট্র বনাম উরুগুয়ে দলের কোপা আমেরিকার ম্যাচে বিস্তর বিতর্ক হয়েছে রেফারি কেভিন অর্টেগাকে নিয়ে। যেভাবে তাঁর একের পর এক সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গেছে তাতে অন্যরকম গন্ধ খুঁজে পেয়েছেন মার্কিনরা। সরাসরি ইউএসএ দলের স্ট্রাইকার ক্রিশ্চিয়ান পুলিসিচ উরুগুয়ের গোলের পর রেফারিকে উদ্দেশ্য করে বলেছিলেন তাঁদের সঙ্গে গিয়ে গোল উদযাপন করার জন্য। এরপরই তাঁর বিরুদ্ধে উঠে আসছে একের পর রহস্যজনক তথ্য। অতীতে নাকি পেরুর এই রেফারির বিরুদ্ধে উঠেছিল একের পর এক দুর্নীতির অভিযোগ। পানামা বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচে চতুর্থ রেফারি হিসেবেও অত্যন্ত কম সংযুক্তি সময় দিয়েছিলেন কেভিন অর্টেগা।
আরও পড়ুন-পেনাল্টি মিস! কোনও মতে মান বাঁচিয়েছেন কোস্তা! ইউরোর পরই অবসরের পথে রোনাল্ডো?
ঠিক কি অভিযোগ অর্টেগার বিরুদ্ধে?
উরুগুয়ে ম্যাচে ম্যাথিয়াল অলিভিয়েরা গোল করেন ৬৬ মিনিটে, কিন্তু ভার প্রযুক্তিতে দেখা গেছিল তিনি সামান্য অফসাইডে রয়েছেন। কিন্তু তিনি তা অফসাইড না দিয়ে বৈধ গোল হিসেবে আখ্যা দেন, তাতেই চটে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবলাররা। এরপর উরুগুয়ের ফুটবলারকে ফাউলের জন্য হলুদ কার্ড দিতে গিয়েও দেননি। মার্কিন দল বলের পজিশন পেতেই খেলা বন্ধ করে দেন তিনি। এসব একাধিক অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে, যার জেরে খেলার সৎতা নিয়েও উঠে গেছে প্রশ্ন। এই প্রথম নয়, এর আগেও পেরুর এই বিতর্কিত রেফারিকে নিয়ে প্রশ্ন উঠেছে বারবার, তবে তিনি এই কাজ করেই গেছেন। এটাই তাঁর প্রথম কোপা আমেরিকার ম্যাচ ছিল হেড রেফারি হিসেবে।
অতীতে কোন কোন অভিযোগ রয়েছে কেভিন অর্টেগার বিরুদ্ধে?
কোপা লিবার্টাডোরেসের ম্যাচে কেভিন অর্টেগা বোকা জুনিয়র্স বনাম বলিভিয়ার দল অলওয়েজ রেডির এক ম্যাচ পরিচালনা করেছিলেন। সেই ম্যাচে বোকা জুনিয়র্সকে একটি পেনাল্টি দেন তিনি। এরপরই প্রকাশ্যে আসে তাঁকে নাকি প্রচুর জার্সি এবং উপহার দিয়েছিল বোকা জুনিয়র দল। এরপর যখন খোঁজ করা হয়, তখন বোকা জুনিয়র দল দাবি করে যে একান্তই ভদ্রতার খাতিরে এই উপহার তাঁরা দিয়েছিলেন। এটা কোনওরকম ঘুষ নয়। এছাড়াও পানামার বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের গত গ্রুপ স্টেজের ম্যাচে সংযুক্তি সময় ঘোষণার ক্ষেত্রে কার্পন্য করেছিলেন কেভিন। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে আদৌ কি তিনি সৎতার সঙ্গেই ম্যাচ পরিচালনা করছেন, নাকি এক্ষেত্রে কোনওরকম রহস্য থাকলেও থাকতে পারে। যদিও বিতর্কের মুখে পড়ে রেফারির পাশে দাঁড়িয়ে ভার প্রযুক্তিতে সেই গোলের ভিডিয়ো প্রকাশ করেছে কোপা আমেররিকা কর্তৃপক্ষ, অবশ্য তাতেও বিতর্ক যে থেমে গেল তা বলা যাচ্ছে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।