ম্যাঞ্চেস্টার টেস্টের শেষ কয়েক মিনিটে পরপর নাটক দেখেছে ক্রিকেটবিশ্ব। ভারতীয় দুই ব্যাটার ওয়াসিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা যখন শতরানের কাছাকাছি পৌঁছে গেছিলেন, তখনই লজ্জাজনকভাবেই ইংল্যান্ডের ক্রিকেটাররা ম্যাচ শেষ করতে এগিয়ে আসেন। আম্পায়ারের কাছে আবেদন জানান, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গেও হাত মেলাতে চান। কিন্তু ভারতীয় ব্যাটাররা তাতে কর্ণপাত করেননি। কারণ টিম ইন্ডিয়ার দুই ব্যাটারই তখন বিদেশের মাটিতে শতরানের সামনে দাঁড়িয়েছে। আর এমন ম্যাচ বাঁচানো ইনিংসের পর তাঁরা যদি শতরান না করে সাজঘরে ফিরতেন, তাহলে সেটা অন্যায় হত। শুভমন গিলও তাতে খেলা চালিয়ে যেতেই নির্দেশ দেন।
বেন স্টোকস শেষদিকে যখন বুঝতে পারেন যে ম্যাচ হাত থেকে বেরিয়ে গেছে তখন আর নিজের প্রথম সারির বোলারদের দিয়ে বোলিং করাননি। তিনি হ্যারি ব্রুক, জো রুটদের হাতে বল তুলে দেন। এরপর তাঁকে বলতেও শোনা যায় জাদেজাকে উদ্দেশ্য করে, যে জাদেজা কি ব্রুকের বোলিংয়ের বিরুদ্ধে শতরান করতে চান? এই ঘটনারই এবার পাল্টা দিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর।
তিনি বলছেন, ‘কোনও ব্যাটার যদি ৯০ রানে খেলে, আরেকজন যদি ৮৫ রানে অপরাজিত থাকে, তাহলে কি তাঁদের ১০০ করার সুযোগ দেওয়া উচিত নয়? ওরা হলে কি শতরান না করে সরে দাঁড়াতো নাকি? যদি ইংল্যান্ডের কেউ ৯০ বা ৮৫ রানে খেলত, তখন কি করত ওরা? যদি ওদের কেউ প্রথম শতরানের সামনে থাকত, তাহলে কি তাঁদের খেলতে দিত না? ’।
ওয়াসিংটন সুন্দর শতরান করার পরই দুই দলের ক্রিকেটাররা হাত মিলিয়ে ম্যাচের নিষ্পত্তি ঘটান। রাহুলের ৯০ রানের পর গিল, জাদেজা এবং সুন্দরের শতরানে মান বাঁচে ভারতীয় দলের। সেই নিয়েও গম্ভীর বলেন, ‘এটা ক্রিকেটারদের ওপর। ওরা যদি খেলতে চায়, তাহলে খেলতেই পারে। আর দুজনেই আজকে শতরান করার যোগ্য ছিল, তাই ওরা শতরান পেয়েছে ’।