শুভমন গিল ভারতের অধিনায়ক হিসেবে বোধহয় এর থেকে ভালো কিছুই চাইতে পারতেন না। ব্যাট হাতে প্রথম টেস্টে শতরানের পর দ্বিতীয় টেস্টে একটি ইনিংসে দ্বিশতরান এবং অপর ইনিংসে শতরান করেছেন। শুধু সেঞ্চুরি করাই নয়, এক টেস্টে ৪৩০ রান করে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট স্কোর এক ম্যাচে এখন গিলেরই। প্রথম ইনিংসে ২৬৯ রানের পর দ্বিতীয় ইনিংসে তিনি করেন ১৬১ রান।
শুভমন গিলের ক্যাপ্টেন্সি এবং ম্যাচের প্রতি সেশনেই যেভাবে নিয়ন্ত্রণ তাঁর হাতেই ছিল, তা দেখে দিনেশ কার্তিকের মনে হয়েছে, একটা সময় বিরাট কোহলি যেভাবে ভারতীয় দলকে নির্ভরতা দিত, সেরকমভাবেই শুভমন গিলও টিম ইন্ডিয়ার বড় অস্ত্রই হয়ে উঠতে চলেছে। স্কাই ক্রিকেটের পডকাস্টে কথা বলতে গিয়ে কার্তিক বলছিলেন, তিনি বিরাটের ছায়া দেখতে পান এই গিলের মধ্যে।
কার্তিকের কথায়, ‘তুমি তো বিরাট কোহলির কথা বলছ। আমি কিছুদিন আগে ওর সঙ্গে দেখা করেছি, তখন ক্যাপ্টেন্সির কথাও উঠে আসছিল। ও বলছিল, যে লোকে আমি আমি খুব বড় টেস্ট ক্রিকেটার। কিন্তু আমি শুধুই নিজের টেস্ট ব্যাটিং উপভোগ করেছি, কিন্তু যেটা আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি ছিল, সেটা হল অধিনায়কত্ব করা। আমি কেন বিরাটের প্রসঙ্গ টানলাম, কারণ শুভমন গিলও এমনই কথা বলেছে কদিন আগে ’।
বিরাট কোহলি ভারতীয় দলের শুধু নয়, ক্রিকেট বিশ্বের টেস্ট অধিনায়কদের মধ্যেও অন্যতম সেরাই ছিলেন। গিলও সেই পথই অনুসরণ করছেন বলে মনে করেন কার্তিক। তাঁর কথায়, ‘গিল বলছিল, যে ও অন্যরকমভাবে ব্যাটিং করত। কিন্তু এখন অধিনায়কত্ব করায় আমি সবসময়ই ভাবি দলের আমার থেকে কি দরকার, নিজের কি দরকার সেটাকে আমি দেখি না। আমি এটা শুনে ভাবলাম বিশ্ব ক্রিকেটের উচিত ওর এই কথাগুলো শোনা । শুভমন এমন একজন ক্রিকেটার যা মধ্যে দক্ষতা রয়েছে, টেকনিক রয়েছে, আর এবার মাইন্ডসেটও রয়েছে ওর মধ্যে। যে আমি হলাম দলের অধিনায়ক, আমি দলকে সামনে থেকেই নেতৃত্ব দেব’।
ভারতের অবশ্য কাজ এখনও বাকি রয়েছে, কারণ দ্বিতীয় টেস্ট জিতে টিম ইন্ডিয়া সবেমাত্র সিরিজে সমতা ফিরিয়েছে। এখনও ভারতের বাকি তিনটি টেস্ট বাকি রয়েছে। সেখানেও নিজেদের সেরাটা দিতে হবে যদি ইংল্যান্ডের ডেরায় সিরিজ জিততে হয়।