৯.৫৮। সংখ্যাটা মাথায় আসলেই মনে পড়ে যায় জামাইকান কিংবদন্তি দৌড়বিদ উসেইন বোল্টের কথা। একটা সময় গোটা বিশ্ব শাসন করে গেছেন এই স্প্রিন্টার। ইওহান ব্লেক থেকে মাইকেল গ্যাটলিন, টাইসন গে, চ্যালেঞ্জার অনেক ছিল। কিন্তু চ্যাম্পিয়ন ছিলেন একজনই, তিনি জামাইকার গতি দানব উসেইন বোল্ট। কিন্তু হঠাৎ করে এখন তাঁর কথা কেন উঠছে?
আরও পড়ুন-BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের…
আসলে সম্প্রতি অস্ট্রেলিয়ায় ব্রিসবেনে অল স্কুল অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছিল। সেখানেই জামাইকান স্প্রিন্টারের তরুণ সময়ের ২০০ মিটারে দৌড়ের রেকর্ড ভেঙে দেন এক যুব দৌড়বিদ। অস্ট্রেলিয়ার ১৬ বছর বয়সী স্প্রিন্টার গাউট ২০০ মিটার দৌড়ে ভেঙে দিয়েছেন ১৯৬৮ সালে পিটার নরম্যানের করা রেকর্ডকেও।
আরও পড়ুন-Video -উল্টো হাতে স্কট বোল্যান্ডকে ছয়! নীতীশের রিভার্সে সুইপে তাক লাগল অ্যাডিলেডে…
১৯৬৮ অলিম্পিক্সে ২০.০৬ সেকন্ডে নিজের ২০০ মিটার দৌড় শেষ করে জাতীয় রেকর্ড গড়েছিলেন পিটার নরম্যান। তাঁর ৫৬ বছর পর গাউট এই দৌড় শেষ করতে সময় নিয়েছেন মাত্র ২০.০৪ সেকন্ড। যা উসেইন বোল্টের যুব রেকর্ডের থেকেও ভালো। ২০০৩ সালে বার্বাদোসে উসেইন বোল্ট ২০.১৩ সেকন্ড সময়ে দৌড় শেষ করেছিলেন। তাঁর থেকেও কম সময়ে ২০০ মিটার দৌড়ে শেষ করে নজির গড়লেন গাউট। বোল্ট অবশ্য নিজের সিনিয়র কেরিয়ারে ২০০ মিটারে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন অলিম্পিক্সে, দৌড়েছেন ২০ সেকন্ডের কমেই।
ব্রিসবেনে জন্মানো ১৬ বছর বয়সী গাউটের রেকর্ডকে স্বীকৃতি দিয়েছে স্বয়ং বিশ্ব অ্যাথলেটিক সংস্থাও। নিজের এমন পারফরমেনসের পর বিস্মিত ছোট্ট ছেলে গাউটও। তিনি তো বলেই ফেললেন, ‘এই যে সেকন্ডের সময়গুলো বলা হচ্ছে, এগুলো তো ওরা বড় বেলায় করেছে। আমি তো এখন একদমই বাচ্চা। আমি যেভাবে দৌড়াচ্ছি, তাতে ভবিষ্যৎে ভালো কিছু হতে পারে বলে আশা রাখছি ’।
আরও পড়ুন-অ্যাডিলেডে রেকর্ড! ভারতের অসি যুদ্ধ দেখতে মাঠে হাজির ৫০ হাজারের বেশি সমর্থক...
সাউথ সুদান থেকে গাউটের পরিবার অস্ট্রেলিয়ায় চলে এসেছিলেন কর্মসূত্রে। নিজের দৌড় শেষ করে গাউট আরও বলছেন, ‘আমি এতটা জোরে দৌড়াবো ভাবতে পারিনি, আমার মনে হয় অস্ট্রেলিয়ার মধ্যে দ্রুততম ২০০ মিটার দৌড় শেষ করলাম। আমি অনেকদিন ধরেই এই রেকর্ড তাড়া করে বেড়াচ্ছিলাম, কিন্তু ভাবতে পারিনি এই বছরই রেকর্ডটা পূরণ করে ফেলব। ভেবেছিলাম হয়ত আগামী বছর বা তাঁর পরের বছর হতে পারে ’।