চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বাউন্ডারির ভিতরে লড়াই ভারত-নিউজিল্যান্ডের। তবে মাঠের বাইরে ফের নারদ-নারদ ভারত-পাক প্রাক্তনীদের। এবার কিংবদন্তি সুনীল গাভাসকরকে নিশানা করলেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হক। পাকিস্তান ক্রকেট দলকে নিয়ে গাভাসকরের একটি মন্তব্যে বেজায় চটেছেন ইনজি। তাই সানিকে সতর্ক করে ইনজামামের হুঁশিয়ারি, ‘বুঝেশুনে কথা বলুন’।
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তান ছিটকে যাওয়ার পরে সুনীল গাভাসকর কার্যত তীর্যক মন্তব্য করেন মহম্মদ রিজওয়ানদের নিয়ে। তিনি দাবি করেন যে, রোহিত শর্মাদের তো দূরের কথা, পাকিস্তানের এই দলটি ভারতের বি-দলকেও হারাতে পারবে কিনা সন্দেহ। এমনকি সানি ভারতের সি-টিমের প্রসঙ্গও উত্থাপন করেন।
পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে কী বলেন গাভাসকর?
স্পোর্টস টুডেকে গাভাসকর বলেন, ‘আমি মনে করি (ভারতের) বি-টিমকে নিশ্চিতভাবেই হারানো কঠিন হবে এই দলটার পক্ষে। সি-টিমকে নিয়ে ততটা নিশ্চিত নই, তবে পাকিস্তানের বর্তমান ফর্মের দিকে তাকালে বি-টিমের সঙ্গে টক্কর দেওয়া সহজ হবে না।’
ইনজামাম কোন ভাষায় পালটা দেন গাভাসকরকে?
ইনজামাম বলেন, ‘গাভাসকর সাহেবের পরিসংখ্যানের দিকে তাকানো উচিত। উনি সিনিয়র মানুষ। আমরা ওনাকে সম্মান করি। তবে অন্য কারও দেশ নিয়ে কথা বলতে গেলে, বুঝেশুনে বলাই উচিত। আপনার দল ভালো খেলেছে। নিজের দলের প্রশংসা করার অধিকার রয়েছে আপনার। তবে অন্য দলকে নিয়ে এধরণের মন্তব্য কি যথাযথ? নিজের শব্দচয়নে সতর্ক হোন। আমি একটু কঠোরভাবেই কথাগুলো বলছি।’
আরও পড়ুন:- চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা খেলোয়াড় হবেন কে? মনোনীত ১০ জনের তালিকা প্রকাশ ICC-র
গাভাসকর যদিও ভারতের বি-টিমের প্রসঙ্গ তুলেই ক্ষান্ত হননি, বরং পাকিস্তানের বেঞ্চ স্ট্রেনথ নিয়েও নিজের মতামত প্রকাশ করেন। সেক্ষেত্রে ইনজামাম উল হককে উদাহরণ হিসেবে তুলে ধরেন সানি। তিনি বলেন, ‘পাকিস্তানের বেঞ্চ স্ট্রেনথ নেই দেখে অবাক লাগছে। পাকিস্তানে বরাবর ন্যাচারাল ট্যালেন্ট চোখে পড়ে। ন্যাচারাল এই কারণে যে, হয়তো টেকনিক্যালি সঠিক নয়, তবে এমন খেলোয়াড় দেখা যায়, যাদের ব্যাটে-বলে সহজাত একটা বোধ-বুদ্ধি থাকে। উদাহরণ হিসেবে ইনজামাম উল হককে দেখো। যদি ওর স্টান্স দেখো, নিশ্চিত কোনও উঠতি ক্রিকেটারকেই সেটা অনুসরণ করতে বলবে না। তবে ওর ধৈর্য্য অসীম। সেটা দিয়েই ও নিজের টেকনিক্যাল খামতি ঢেকে দিত। এটা হতাশার যে পাকিস্তান আর সেরকম প্রতিভার হদিশ দিতে পারেনি।’
উল্লেখ্য, পাকিস্তান এবছর চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পরাজিত হয় নিউজিল্যান্ডের কাছে। পরে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করে ফেলেন বাবর আজমরা। বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের শেষ লিগ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়।