আসন্ন টি-২০ বিশ্বকাপের পরেই টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হচ্ছে। বিশ্বকাপের ফাইনালের পরে হেড কোচের পদ ফাঁকা ফেলে রাখতে রাজি নয় বিসিসিআই। ভারতীয় বোর্ড বিশ্বকাপ ফাইনালের ঠিক পরেই নতুন কোচের হাতে দায়িত্ব তুলে দিতে আগ্রহী। তাই সোমবারই তারা হেড কোচের পদে আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি করে।
উল্লেখযোগ্য বিষয় হল, লাল ও সাদা বলের ক্রিকেটে আলাদা আলাদা কোচের হাতে দায়িত্ব দেওয়ার পথে হাঁটেনি বিসিসিআই। তারা সাড়ে তিন বছরের মেয়াদে তিন ফর্ম্যাটের জন্য একই কোচের হাতে জাতীয় দলের রাশ তুলে দিতে চায়। ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত তিন ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার হেড কোচ থাকবেন একজনই।
ভারতের নতুন কোচের মেয়াদ:-
১ জুলাই থেকে শুরু হবে টিম ইন্ডিয়ার নতুন হেড কোচের মেয়াদ। শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২৭ সালে। অর্থাৎ, পাক্কা সাড়ে তিন বছরের দীর্ঘ মেয়াদে কোচ নিয়োগ করতে চলেছে বিসিসিআই।
কতদিন পর্যন্ত আবেদন করা যাবে:-
বিসিসিআই টিম ইন্ডিয়ার হেড কোচের পদে আবেদন করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। আগামী ২৭ মে ভারতীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্দিষ্ট লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে ইচ্ছুক প্রার্থীদের। পরে বাছাই তালিকার প্রার্থীদের মধ্য থেকে সাক্ষাৎকারের ভিত্তিতে নতুন কোচ নিয়োগ করা হবে।
ভারতের হেড কোচ হওয়ার জন্য যোগ্যতামান:-
১. অন্ততপক্ষে ৩০টি টেস্ট ম্যাচ অথবা ৫০টি ওয়ান ডে ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। অথবা…
২. অন্তত ২ বছর কোনও টেস্ট খেলিয়ে পূর্ণ সদস্য দেশকে কোচিং করানোর অভিজ্ঞতা থাকতে হবে। অথবা…
৩. কোনও সহযোগী দেশ/ আইপিএল বা সমজাতীয় কোনও টি-২০ লিগের দল/ কোনও প্রথম শ্রেণির দল/ জাতীয়-এ দলকে ৩ বছর কোচিং করানোর অভিজ্ঞতা থাকতে হবে। অথবা…
৪. বিসিসিআইয়ের লেভেল-থ্রি বা সমকক্ষ কোচিং সার্টিফিকেট থাকতে হবে। এবং…
৫. বয়স হতে হবে ৬০ বছরের নীচে।