প্রতি বিশ্বকাপের আগেই সব দল নিজেদের নতুন জার্সি প্রকাশ করে। নতুন নকশার জার্সি পরে বিশ্বকাপ খেলতে নামাটা কার্যত রীতিতে পরিণত হয়েছে। ভারতীয় দলও ব্যতিক্রমী হয় না। ভারতের মতো ক্রিকেট পাগল দেশে বিশ্বকাপের জার্সি নিয়ে উন্মাদনা থাকাই স্বাভাবিক। তাই কেমন হবে টিম ইন্ডিয়ান নতুন বিশ্বকাপ জার্সি, সেই বিষয়ে সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে।
বিসিসিআই ইতিমধ্যেই আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন জার্সি প্রকাশ করেছে। ধরমশালায় অভিনব উপায়ে সামনে আনা হয় টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জার্সি। এবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রকাশ করা হয় ভারতীয় দলের আরও দু'সেট জার্সি।
অর্থাৎ, টি-২০ বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ান নতুন তিন সেট জার্সি প্রকাশ করে বিসিসিআই। একটি ম্যাচ জার্সি ও একটি প্র্যাক্টিস জার্সির সঙ্গে ট্র্যাভেল কিটসের নকশাও সামনে আসে। বিশ্বকাপের নীল ও গেরুয়া জার্সির পাশাপাশি চমক রয়েছে রোহিতদের প্র্যাক্টিস জার্সিতে। কেননা টিম ইন্ডিয়ার প্র্যাক্টিস জার্সিতে রয়েছে হলুদের ছোঁয়া। সেই নিরিখে বলা যায় যে, ভারতের প্র্যাক্টিস জার্সিতে রয়েছে সিএসকের ফ্লেভার।
কেমন দেখতে ভারতীয় দলের ম্যাচ জার্সি:-
ভারতের বিশ্বকাপ জার্সির কাঁধ ও হাতা গেরুয়া রংয়ের। বাকি অংশ নীল রংয়ের। গাঢ় নীল রংয়ের নকশাও রয়েছে তাতে। বুকের বাঁ-দিকে বিসিসিআইয়ের লোগো। তার উপরে একটি স্টার রয়েছে। ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবেই বোর্ডের লোগোর উপরে একটি তারা আঁকা রয়েছে। কলার পতাকার মতো ট্রাই কালারের। জার্সির সামনে সাদা রংয়ে লেখা স্পনসরের নাম। সেই সঙ্গে গেরুয়া রংয়ে লেখা রয়েছে ইন্ডিয়া। বুকের ডানদিকে বিশ্বকাপের লোগো দেখতে পাওয়া যাবে অবধারিতভাবে।
কেমন দেখতে ভারতীয় দলের প্র্যাক্টিস জার্সি:-
ভারতের প্র্যাক্টিস জার্সি নীল রংয়ের। তবে ম্যাচ জার্সির মতো অতটা গাঢ় নয় নীল রং। হাতার নীচ থেকে দুই সাইডে কালো ও হলুদের স্ট্রিপ রয়েছে তাতে। সামনে সাদায় লেখা স্পনসরের নাম। বুকের বাঁদিকে বিসিসিআইয়ের লোগো। ডানদিকে কিটস স্পনসর অ্যাডিডাসের লোগো।
কেমন দেখতে ভারতীয় দলের ট্র্যাভেল কিটস:-
টিম ইন্ডিয়ার ট্র্যাভেল কিটস সাদা ও কালোয় তৈরি। সাদা টি-শার্টের কলার কালো রংয়ের। হাতার প্রান্তে কালো রংয়ের স্ট্রিপ রয়েছে। বুকের বাঁ-দিকে বোর্ডের লোগোর নীচে স্পনসরের নাম রয়েছে। ডানদিকে রয়েছে কিটস স্পনসর অ্যাডিডাসের লোগে। কাঁধে কালো রংয়ের তিনটি স্ট্রিপ রয়েছে।