শেষমেশ সত্যি হল আশঙ্কা। বৃষ্টির জন্য আমদাবাদে গুজরাট টাইটানস বনাম কেকেআর ম্যাচ ভেস্তে গেল। ফলে একদিকে যেমন শুভমন গিলদের সব সম্ভাবনা শেষ হয়ে গেল, ঠিক তেমনই কেকেআরের প্রথম দুইয়ে থাকাও নিশ্চিত হয়ে গেল মাঠে না নেমেই। যার অর্থ, কলকাতা নাইট রাইডার্স এবার প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে।
বৃষ্টিতে আইপিএল ২০২৪-এর ৬৩তম লিগ ম্যাচ ভেস্তে যাওয়ায় গুজরাট টাইটানস ও কলকাতা নাইট রাইডার্স, উভয় দলকে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়। ঘরের মাঠে কোনওভাবে পয়েন্ট খোয়ালেই আইপিএল ২০২৪ থেকে বিদায় নিশ্চিত ছিল গুজরাট টাইটানসের। কেননা এটি ছিল তাদের কাছে মরণ-বাঁচন ম্যাচ। শেষমেশ ১ পয়েন্টে হাতে আসায় এবারের মতো লিগ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে গতবারের রানার্সদের।
ভেস্তে যাওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট সংগ্রহ করার পরে ১৩ ম্যাচে গুজরাটের সংগ্রহ দাঁড়ায় ১১ পয়েন্ট। তাই শেষ ম্যাচ জিতলেও ১৩ পয়েন্টের বেশি এগোতে পারবেন না শুভমন গিলরা। ইতিমধ্যেই চারটি দল ১৪ বা তারও বেশি পয়েন্ট সংগ্রহ করেছে। তাই লিগ টেবিলের প্রথম চারে থাকা কোনওভাবেই সম্ভব নয় গুজরাটের পক্ষে।
অন্যদিকে এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১৩ ম্যাচে কলকাতার সংগ্রহ দাঁড়ায় ১৯ পয়েন্ট। এক্ষেত্রে রাজস্থান রয়্যালস (১২ ম্যাচে ১৬ পয়েন্ট) ছাড়া আর কোনও দলের পক্ষে নাইট রাইডার্সকে ছোঁয়া সম্ভব নয়। তাই গুজরাটের ঘরের মাঠ থেকে ১ পয়েন্ট সংগ্রহ করেই কলকাতা নাইট রাইডার্স প্রথম কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করে। অর্থাৎ, খেলা না হওয়ায় গুজরাটের সর্বনাশ পৌষমাস হয়ে দেখা দেয় নাইট রাইডার্সের সামনে।
লিগ টেবিলের প্রথম চারটি দল:-
১. কলকাতা নাইট রাইডার্স- ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট।
২. রাজস্থান রয়্যালস- ১২ ম্যাচে ১৬ পয়েন্ট।
৩. চেন্নাই সুপার কিংস- ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট।
৪. সানরাইজার্স হায়দরাবাদ- ১২ ম্যাচে ১৪ পয়েন্ট।
গুজরাট টাইটানস তৃতীয় দল হিসেবে আইপিএল ২০২৪-এর লিগ পর্ব থেকে বিদায় নেওয়া নিশ্চিত করে। তাদের আগে মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংস প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। এখনও পর্যন্ত একমাত্র দল হিসেবে চলতি আইপিএলের প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। বাকি তিনটি জায়গার জন্য প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে ৬টি দল। গুজরাট টাইটানসের কাছে তাদের শেষ ম্যাচটি নিছক নিয়মরক্ষার লড়াইয়ে পরিণত হয়।