১৮ বছর বয়সী আফগানিস্থানের উঠতি তারকা বোলার নূর আহমেদ। এই বছর আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে তাঁর অসাধারণ পারফরম্যান্স নজর কেড়েছে সবার। যত দিন গড়াচ্ছে নিজের ক্রিকেটকে আরও উন্নত করে তুলছেন এই তরুণ। নিজের এই উন্নতির পিছনে গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়ারকে সরাসরি কৃতিত্ব দিয়েছেন তিনি। সম্প্রতি আইএএনএসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আফগানিস্তানের এশিয়া কাপ এবং বিশ্বকাপ সফর নিয়ে খোলামেলা আলোচনা করলেন তিনি। জানালেন এই দুই প্রথম টুর্নামেন্টে আফগানিস্তান শুধুমাত্র অংশগ্রহণকারী একটা দল হিসেবে খেলবে না টুর্নামেন্ট জেতার লক্ষ্যেই ঝাপাবে তারা।
সাক্ষাৎকারের শুরুতে তাকে প্রশ্ন করা হয় ক্রিকেট প্রেমীরা তাকে কোহিনুর বলে ডাকতে শুরু করেছেন। প্রতিদিন তাঁর নিজের খেলারও উন্নতি হচ্ছে। এই বিষয়ে নূর নিজে কি মনে করেন। উত্তরে তিনি বলেন, 'এই বিষয়টা সম্পূর্ণ নিজের ওপর নির্ভরশীল। আমি প্রতিদিন অনুশীলনে যাচ্ছি, কঠোর পরিশ্রম করছি। আমি সব সময় নিজের সেরাটা দিতে চাই এবং বিশ্বাস করি এর থেকেও ভালো করতে পারব"। এরপরে পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তান একদিনের দলে তার ফিরে আসা নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপের প্রস্তুতির জন্য এটা খুব ভালো বিষয়। আমরা দল হিসেবে দারুণ প্রস্তুতি নিচ্ছি আশা করছি এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলব।'
এরপর তাঁর থেকে জানতে চাওয়া হয় একজন ক্রিকেটার হিসেবে তিনি এশিয়া কাপে আফগানিস্তানের সম্ভাবনা কতটা দেখতে পাচ্ছেন প্রশ্ন শুনে নূর উত্তর দেন, 'এই টুর্নামেন্টে আমরা শুধু অংশগ্রহণকারী দল হিসেবে থাকতে চাই না, আমরা ভালো ক্রিকেট খেলার এবং কাপ জেতার চেষ্টা করব। আমাদের কাছে ভালো স্পিন বোলিং অ্যাটাক রয়েছে। এছাড়াও আমাদের বেশিরভাগ খেলা শ্রীলঙ্কাতেই হবে ভালো ক্রিকেট খেলার আশা করছি।' এশিয়া কাপ কি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন তারা। উত্তর আসে, 'হ্যাঁ। অবশ্যই কারণ এশিয়া কাপ এবং বিশ্বকাপ প্রায় পরে পরেই অনুষ্ঠিত হচ্ছে।'
আইপিএলের তার দল গুজরাট টাইটানস নিয়ে প্রশ্ন করা হয় আফগানের এই তরুণকে। গুজরাট টাইটানসের পরিবেশ কেমন জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'আমি আমার কোচ, অধিনায়ক এবং দলের প্রত্যেক ক্রিকেটারদের থেকে সমর্থন পেয়েছি। আমাদের খুব ভালো পরিবেশ আছে। যেখানে সবাই একে অপরের সঙ্গ উপভোগ করে।'