ভারতের টেস্ট দলে তাঁর সতীর্থ চেতেশ্বর পূজারা ডাবল সেঞ্চুরি হাঁকাচ্ছেন, সেখানে ২২ গজের বাইরে ছিটকে গিয়ে ছটফট করছেন অজিঙ্কা রাহানে। প্রবীণ ভারতীয় ব্যাটসম্যান রাহানে পাটনায় অনুষ্ঠিত বিহারের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ২০২৪-এর মুম্বইয়ের প্রথম ম্যাচে দলের সঙ্গে যোগ দিলেও, দুর্ভাগ্যবশত চোটের কারণে খেলতে পারেননি।
রাহানে চলতি রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের উদ্বোধনী ম্যাচে খেলতে না পারায় তাঁর হতাশা প্রকাশ করেছেন। তবে তিনি জোর দিয়ে দাবি করেছেন, সব সময়ে তিনি নিজের আবেগের সঙ্গেই ক্রিকেট খেলেন এবং চোটের কারণেই তিনি বাধ্য হয়েছেন একটি ম্যাচ থেকে দূরে সরে থাকতে।
ইন্ডিয়া টুডে অজিঙ্কা রাহানেকে উদ্ধৃত করে লিখেছে, ‘আমার খেলার প্রতি খুব বেশি আবেগ রয়েছে এবং সেই কারণেই আমি পাটনায় এসেছি। আমি কখনও-ই খেলা থেকে পিছিয়ে যাই না। তবে অনুশীলনের সময় আমার ঘাড়ে সামান্য চোট লেগেছিল। সেই কারণেই আমি এই ম্যাচ খেলছি না। তবে আমি অবশ্যই পরের রঞ্জি ম্যাচে খেলব।’
আরও পড়ুন: দুই ইনিংস মিলিয়েও মুম্বইয়ের রান ছুঁতে পারল না বিহার, ঘরের মাঠে পুদুচেরির কাছে লজ্জার হার দিল্লির
মুম্বইয়ে খেলোয়াড়রা পাটনায় এসে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন এবং রঞ্জি দেখতে স্টেডিয়ামে যে ভিড় জমিয়েছিলেন স্থানীয় ক্রিকেটপ্রেমীরা, সেটা দেখে রাহানে আনন্দ প্রকাশ করেছেন তিনি বিহারে উদ্দীপনার প্রশংসা করেছেন এবং বলেছেন যে, সমর্থকেরা উভয় দলকে সমান ভাবে সমর্থন করেছেন। সেই সঙ্গে তাদের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলেছেন। রাহানের দাবি, ‘আমরা পাটনায় দারুণ আতিথেয়তা পাচ্ছি। রঞ্জি ম্যাচে সাধারণত এত দর্শক দেখা যায় না। বিহারের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসা দেখে দারুণ লাগছে। দর্শকেরা শুধু বিহারকে সমর্থন করেননি, দুই দলকেই সমান সমর্থন করছেন। ভালো ক্রিকেটের প্রশংসা করছেন। বিহারের মতো আমাদের মুম্বই দলও দর্শকদের দারুণ সমর্থন পেয়েছে।’
আরও পড়ুন: ২২ গজে ফিরতে রাজনীতি ছেড়েছেন, ILT20-র দল MI Emirates-এ যোগ দিয়ে জানিয়ে দিলেন রায়ডু
ভারতের তারকা ব্যাটার বিহারের বৈচিত্র্যময় এবং সুস্বাদু খাবারও উপভোগ করেছেন। এবং তিনি আবারও বিহারে এসে ম্যাচ খেলতে আগ্রহী বলে জানিয়েছেন। এই প্রথম বার রঞ্জির ম্যাচ খেলতে বিহারে এসেছিলেন রাহানে। তবে সেই ম্যাচ তিনি মিস করে যান। সেটার অক্ষের তাঁর ষোল আনা রয়েছে।
রাহানে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়াতে তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়ে প্রতিক্রিয়া অবশ্য এড়িয়ে গেছেন। যাইহোক, ডানহাতি উল্লেখ করেছেন যে, তিনি চলতি রঞ্জি ট্রফিতে ভালো পারফরম্যান্সের দিকে মনোনিবেশ করতে চান। কারণ তিনি বড় রান করে ভারতীয় দলে নিজের জায়গা নিশ্চিত করার আশায় রয়েছেন। সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজের দল নির্বাচন। তার আগেই বিহারের বিরুদ্ধে ম্যাচ খেলতে না পারার আফসোসটা রাহানের রয়েই গেল।