মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই দল নিয়ে বিতর্কে জড়িয়েছিল বিহার। বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুই গোষ্ঠীর দ্বন্ধের জেরে তাদের দু'টি দল মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জির ম্যাচ খেলতে হাজির হয়েছিল। সেই বিতর্ককে সঙ্গ করেই বিহারের রঞ্জি টিম শেষ পর্যন্ত ২২ গজে নামলেও, তার প্রভাব কিন্তু তাদের খেলাতে ছিল স্পষ্ট। বিহারের বোলাররা শুরুটা ভালো করলেও, ডোবালেন ব্যাটাররা। মুম্বইয়ের করা মাত্র ২৫১ রানও তারা দুই ইনিংস মিলে তুলতে পারল না। হারল এক ইনিংস এবং ৫১ রানে।
টস হেরে ব্যাট করতে নেমে মুম্বই প্রথম ইনিংসে ২৫১ রান করে। বিহারের বীর প্রতাপ সিং-এর দাপটে মুম্বইয়ের ইনিংস আড়াইশো পার করতে না করতেই গুটিয়ে যায়। বীর প্রতাপ একাই ৫ উইকেট নেন। মুম্বইয়ের ভূপেন লালওয়ানি সর্বোচ্চ ৬৫ রান করেছিলেন। সুবেদ পার্কার এবং তনুশ কোটানি ৫০ করে রান করেন। এছাড়া শিবম দুবে ৪১ করেছিলেন। বাকিরা কেই ২০ রানেই পৌঁছতে পারেননি।
আরও পড়ুন: ২২ গজে ফিরতে রাজনীতি ছেড়েছেন, ILT20-র দল MI Emirates-এ যোগ দিয়ে জানিয়ে দিলেন রায়ডু
তবে ব্যাট করতে নেমে একেবারে ল্যাজেগোবরে হয় বিহার। তারা দুই ইনিংস মিলিয়ে করে মাত্র ২০০ রান। বিহারের প্রথম ইনিংসে মোহিত অবস্তি ৬ উইকেট তুলে নিয়ে বিহারের ভিত নড়িয়ে দিয়েছিলেন। তারা ১০০ রানে অলআউট হয়ে গিয়েছিল। সর্বোচ্চ ৩২ রান করেছিলেন আকাশ রাজ। ২২ করেছিলেন সাকিবুল গনি। বৈভব সূর্যবংশী করেছিলেন ১৯ রান। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেও পৌঁছতে পারেননি। মুম্বই ফলোয়ান করালে, বিহার ফের ১০০ রানেই অলআউট হয়ে যায়।
ওপেন করতে নেমে শেরম্যান নিগরোধ ৪০ রান করেছিলেন। ছয়ে নেমে ৩০ করেন বিপিন সৌরভ। আর বাকিদের অবস্থা তথৈবচ। দুই ইনিংস মিলিয়েও মুম্বইয়ের এক ইনিংসের রান স্পর্শ করতে পারেনি বিহার। তাই ঘরের মাঠে ইনিংস এবং ৫১ রানে ম্যাচ হেরে লজ্জায় ডুবল তারা।
আরও পড়ুন: অধিনায়ক হিসেবে রোহিতকে সরিয়ে দেওয়ার পর, এবার আরও দুই দলের অধিনায়ক বদলে ফেলল MI
এদিকে দিল্লিকেও ডোবালেন ব্যাটাররাই। যার নিটফল, ঘরের মাঠে পুদুচেরির কাছে ৯ উইকেটে ম্যাচ হেরে বসে থাকল সাত বারের রঞ্জি চ্যাম্পিয়নরা। টস হেরে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে দিল্লি ১৪৮ করেছিল। সর্বোচ্চ ৩৪ রান করেছিলেন হর্ষ ত্যাগী। ক্ষিতিজ শর্মা ২৮ এবং হিম্মত সিং ২৪ রান করেছিলেন। প্রথম ইনিংসে পুদুচেরির গৌরব যাদব একাই ৭ উইকেট তুলে নিয়ে দিল্লিকে কাঁদিয়ে ছেড়েছিলেন। দিল্লির দ্বিতীয় ইনিংসে আবার পুদুচেরির অবিন ম্যাথিউয়ের আগুনে জ্বলল রাজধানীর দল। অবীন ৫ উইকেট তুলে নেন।
পুদুচেরি তাদের প্রথম ইনিংসে অবশ্য ২৪৪ রান করে ৯৬ রানের লিড পায়। পরশ রত্নপারখে ৬০ রান করেন। ৪৪ রান করেন কৃষ্ণ পাণ্ডে। পরশ ডোগরা ৩১ করেন। হৃত্বিক শোকিন ৪ উইকেট নেন। হিমাংশু চৌহান ৩ উইকেট নেন। দিল্লির ব্যাটাররা তাদের দ্বিতীয় ইনিংসেও হতাশ করেন। তারা মাত্র ১৪৫ রানে অলআউট হয়ে যায়। হর্ষ ত্যাগী সর্বোচ্চ ২৮ রান করেন। লক্ষ্য থারেজা করেন ২৪ রান। যশ ধুল ২৩ রান করেন। অবীনের ৫ উইকেট ছাড়াও গৌরব যাদব ৩ এবং সৌরভ যাদব ২ উইকেট নেন। পুদুচেরির জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ৪৯ রান। ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা।