বাংলা নিউজ > ক্রিকেট > পাক ক্রিকেট ইতিহাস থেকে বাদ ইমরান- সমালোচনায় জেরবার হয়ে বাচ্চাদের মত যুক্তি দিয়ে নতুন ভিডিয়ো প্রকাশ করল PCB
পরবর্তী খবর
পাক ক্রিকেট ইতিহাস থেকে বাদ ইমরান- সমালোচনায় জেরবার হয়ে বাচ্চাদের মত যুক্তি দিয়ে নতুন ভিডিয়ো প্রকাশ করল PCB
1 মিনিটে পড়ুন Updated: 17 Aug 2023, 09:21 AM ISTTania Roy
ইমরানকে বাদ দেওয়া নিয়ে পিসিবির ব্যাখ্যা ছিল যে, ভিডিয়োটির দৈর্ঘ্যের কারণে ‘সংক্ষিপ্ত’ করা হয়েছিল। তবে বাচ্চাদের মতো এমন যুক্তি হাস্যকরই বটে। সকলেরই দাবি, রাজনৈতিক কারণেই বাদ দেওয়া হয়েছিল ইমরানকে। যা নিয়ে তীব্র সমালোনার মুখে পড়ে পিসিবি। এবং পরে ইমরানকে রেখে নতুন ভিডিয়ো প্রকাশ করে তারা।
পিসিবি-র নতুন ভিডিয়োতে রাখা হল ইমরানকে।
১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্রিকেট ইতিহাস নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছিল। দুই মিনিট একুশ সেকেন্ডের সেই ভিডিয়োতে ১৯৫২ সালে পাকিস্তানের আন্তর্জাতিক অভিষেক থেকে ১৯৯২ বিশ্বকাপ জয়, সঙ্গে পাকিস্তানের নানা সাফল্যের কাহিনী রয়েছে। ভিডিয়োটি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের লড়াই দিয়ে শেষ হয়েছে। অথচ সেখানে পাক ক্রিকেটের অন্যতম স্তম্ভ বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক এবং প্রধানমন্ত্রী ইমরান খানকেই রাখা হয়নি।
পাকিস্তান ক্রিকেটের অফিশিয়াল পেজ থেকে পোস্ট করা সেই ভিডিয়োটি প্রকাশ্যে আসতে শুরু হয় তীব্র সমালোচনা। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রমও ক্ষোভে ফেটে পড়েন। তিনি পিসিবি-কে ভিডিয়োটি ডিলিট করে ক্ষমা চেয়ে নিতে বলেন। সমালোচনা পড়ে অবস্থা বেগতিক বুঝে নিজেদের ভুল সংশোধন করে নেয় পিসিবি। ভিডিয়োটি পুনরায় তারা প্রকাশ করে। যেখানে এখন ইমরান খানকে দেখানো হয়েছে। আপডেট হওয়া ভিডিয়োতে ইমরানকে দু'বার দেখা গিয়েছে। এবং উল্লেখযোগ্য ভাবে, ১৯৯২ বিশ্বকাপ জয়ের আইকনিক ক্লিপিংসে তাঁর উপস্থিতি নিয়ে গর্ব প্রকাশ করা হয়েছে।
ভিডিয়োটি পাকিস্তানের অবিস্মরণীয় বিশ্বকাপ জয় এবং ইমরান খানের সঙ্গে একটি ফুটেজ ব্যবহারের পাশাপাশি ক্যাপশনে প্রাক্তন অধিনায়কের তাৎপর্যকে চিহ্নিত করা হয়েছে। ইমরানকে আগে বাদ দেওয়া নিয়ে পিসিবির ব্যাখ্যা ছিল যে, ভিডিয়োটির দৈর্ঘ্যের কারণে ‘সংক্ষিপ্ত’ করা হয়েছিল। তবে বাচ্চাদের মতো এমন যুক্তি হাস্যকরই বটে। সকলেরই দাবি, রাজনৈতিক কারণেই বাদ দেওয়া হয় ইমরানকে। যদিও কিছু দিন আগেই ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তানকে খেলতে আসার ছাড়পত্র দেওয়ার পর সেই দেশের বর্তমান সরকারের তরফে দাবি করা হয়েছিল, তারা রাজনীতির থেকে ক্রিকেটকে আলাদা করে রাখে। অথচ রাজনৈতিক কারণেই ইমরান খানের মতো কিংবদন্তিকে বাদ দিয়ে পাকিস্তান ক্রিকেটের ইতিহাসের ভিডিয়ো তৈরি করা হয়েছে।
ইমরানকে বাদ দেওয়ার কারণ হিসেবে পিসিবি লিখিত ভাবে জানিয়েছে, ‘২০২৩ ক্রিকেট বিশ্বকাপের প্রচার শুরু করেছে পিসিবি। সে রকমই একটি ভিডিয়ো ২০২৩, ১৪ আগস্ট আপলোড করা হয়েছিল। দৈর্ঘ্যে বেড়ে গিয়েছিল বলে ভিডিয়োটি সংক্ষিপ্ত করতে হয়েছিল এবং কিছু গুরুত্বপূর্ণ ক্লিপ মিস হয়ে যায়। ভিডিয়োটি সংশোধন করা হয়েছে।’