ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী সম্প্রতি দাবি করেছেন, মিডল-অর্ডারকে শক্তিশালী করতে ২০১৯ সালের শেষ ওয়ানডে বিশ্বকাপে বিরাট কোহলিকে চার নম্বরে ব্যাট করানোর কথা ভেবেছিলেন। বর্তমানে ওয়ানডে দলে কোহলির ব্যাটিং অর্ডার নিয়ে আলোচনার সময়ে রবি শাস্ত্রীর এমন মন্তব্য করেছেন। কোহলি নিঃসন্দেহে ওয়ানডে-তে সর্বকালের সেরা তিন নম্বর ব্যাটারদের একজন এবং তিনি এখনও এক দশকেরও বেশি সময় ধরে ভারতের হয়ে সেই পজিশনেই ব্যাট করছেন। ওয়ানডেতে ওয়ান-ডাউন ব্যাট করার সময়ে কোহলির গড় ৬০। এবং ৪৬টি সেঞ্চুরির মধ্যে ৩৯টি এসেছে যখন তিনি তিনি নম্বরে ব্যাট করেছেন।
তবে রবি শাস্ত্রী মনে করেন, আসন্ন এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপে দলের প্রয়োজন হলে কোহলি এক ধাপ নেমে ব্যাট করতে পারেন। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারের দাবি, ইশান কিষানকে কিপার এবং ওপেনার হিসেবে দলে রাখা উচিত এবং দলের সামঞ্জস্য বজার রাখতে অধিনায়ক রোহিত শর্মা, শুভমন গিল এবং কোহলির মধ্যে জায়গা অদলবদল করা উচিত।
আরও পড়ুন: এশিয়া কাপে রাহলকে একাদশে রাখার ভাবনা বাড়াবাড়ি- সতর্ক করলেন ভারতের প্রাক্তন কোচ
ভারতের প্রাক্তন কোচের দাবি, রোহিত ব্যাটিং অর্ডারের শীর্ষ চারের যে কোনও জায়গায় ব্যাট করতে পারবেন। তবে মিডল অর্ডারে সামঞ্জস্য ধরে রাখা শুভমন গিলের পক্ষে সহজ হবে না। সে ক্ষেত্রে কোহলি ৪ নম্বরে ব্যাট করতে পারেন।
স্টার স্পোর্টসে রবি শাস্ত্রী বলেছেন, ‘ব্যাটিং অর্ডারের ঠিক উপরের দিকে ইশান কিষানের ব্যাট করা উচিত। অধিনায়ক হিসেবে রোহিত অনেক অভিজ্ঞ। ও তিন বা চারে ব্যাট করতে পারে। এখানেই আপনাকে প্লেয়ারের ফ্রেম অফ ফাইন্ড দেখতে হবে। শীর্ষে ব্যাট করার পরিবর্তে শুভমনকে ৩ বাব ৪ নম্বরে ব্যাট করতে বলা হলে ও কী করবে? কোনও প্লেয়ারই কোনও ব্যাটিং পজিশনের মালিক নয়। বিরাটকে যদি চারে ব্যাট করতে হয়, তবে দলের হয়ে চারেই ব্যাট করবে।’
আরও পড়ুন: নেটে বুমরাহের আগুনে বাউন্সার-ইয়ার্কার, যা দেখে ঠোঁটের কোণে হাসি ফুটবে দ্রাবিড়েরও- ভিডিয়ো
শাস্ত্রী এর পাশাপাশি জানিয়েছেন, ২০১৯ ওডিআই বিশ্বকাপে যখন টিম ইন্ডিয়ার প্রধান কোচ ছিলেন তিনি, তখন কোহলিকে চারে ব্যাট করানোর কথা ভেবেছিলেন। তাঁর দাবি, ‘আমি নিজেই আগের দুই বিশ্বকাপের জন্যও কোহলিকে চারে ব্যাট করানোর কথা ভেবেছিলাম। আমি এমএসকে-এর (প্রসাদ) সঙ্গে এই নিয়ে আলোচনাও করেছি। আসলে প্রথমে যদি আমরা দই বা তিন উইকেট হারিয়ে বসতাম, তবে দলের হাল ধরার জন্য মিডল অর্ডারে অভিজ্ঞতার প্রয়োজন।’
রবি শাস্ত্রী আরও যোগ করেছেন, ‘চার নম্বর পজিশনেও কোহলির রেকর্ড কিন্তু বেশ ভালো।’ সত্যি কথা বলতে, চার নম্বরে ব্যাট করার সময়ে কোহলির সেরা রেকর্ড রয়েছে। গুরুত্বপূর্ণ অবস্থানে ব্যাট করে ৩৯টি ম্যাচে তাঁর গড় ৫৫ এবং সাতটি সেঞ্চুরিও তিনি করেছেন। এটিই একমাত্র পজিশন, যেখানে কোহলি ৩ নম্বর ছাড়াও ওডিআই-এ সেঞ্চুরি করেছেন।