Shantanu Calling Shantanu: যুবসমাজকে কর্মজীবনের প্রথম ৫-৬ বছর দিনে ১৮ ঘণ্টা করে কাজ করার পরামর্শ দেন শান্তনু দেশপাণ্ডে। এর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। সেই স্রোতে সামিল হলেন শান্তনু নাইডু।
ছবি- লিঙ্কডইন
এক শান্তনুর ব্যাপারে মুখ খুললেন আরেক শান্তনু। বম্বে শেভিং কোম্পানির সিইও শান্তনু দেশপাণ্ডের বিতর্কিত মন্তব্য। তার বিরুদ্ধে প্রতিক্রিয়া দিলেন শিল্পপতি রতন টাটার সহায়ক শান্তনু নাইডু। সম্প্রতি যুবসমাজকে কর্মজীবনের প্রথম ৫-৬ বছর দিনে ১৮ ঘণ্টা করে কাজ করার পরামর্শ দেন শান্তনু দেশপাণ্ডে। এর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। সেই স্রোতে সামিল হলেন শান্তনু নাইডু।
একটি ভিডিয়ো বার্তায় শান্তনু নিজের ভাবনা জানান। তিনি বলেন, এই টক্সিক সংস্কৃতির প্রধান সমস্যা হল যে, এর ফলে কোনও ব্যক্তির মূল্য কেবল তার কৃতিত্ব এবং উত্পাদনশীলতায় নেমে আসে। আমি মনে করি মানুষ হিসাবে আমরা এর চেয়ে অনেক বেশি মূল্যবান। ২৮ বছর বয়সী শান্তনুর কথায় সহমত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও।
তিনি আরও বলেন, যাঁরা দিনে ১৮ ঘণ্টা কাজ করতে চান, তাঁরা তা করতেই পারেন। কিন্তু যুবসমাজের কাছে তা প্রচার করা খুব একটা ভাল কাজ নয়। আমাদের বুঝতে হবে যে, কেবলমাত্র কারও কাজ দিয়েই তার পরিচয় তৈরি হয় না।