
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
প্রকাশিত হল ২০২২ সালের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি। আগামী ৩ মার্চ (বৃহস্পতিবার) থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলবে আগামী ২৪ মার্চ মধ্যরাত ১২ টা পর্যন্ত। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট -তে গিয়ে আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার কমিশনের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রার্থীদের ‘ONE TIME REGISTRATION’-এর আওতায় নথিভুক্ত করতে হবে। যাঁরা ইতিমধ্যে সেই প্রক্রিয়ার মাধ্যমে নাম নথিভুক্ত বা এনরোলমেন্ট করে ফেলেছেন, তাঁদের আর নতুন করে ’ONE TIME REGISTRATION’ করতে হবে না। তাঁরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট -তে গিয়ে আবেদনের সুযোগ পাবেন। সেইসঙ্গে কমিশনের তরফে জানানো হয়েছে, শূন্যপদ, পাঠ্যক্রমে (সিলেবাস) সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে।
২০২২ সালের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার (WBCS 2022) গুরুত্বপূর্ণ তারিখ
১) আবেদন শুরুর দিন: ৩ মার্চ, ২০২২।
২) আবেদন শেষের তারিখ: ২০২২ সালের ২৪ মার্চ মধ্যরাত ১২ টা পর্যন্ত।
৩) অনলাইনে ফি জমা দেওয়ার শেষ সময়: ২০২২ সালের ২৪ মার্চ মধ্যরাত ১২ টা পর্যন্ত।
৪) অফলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২৫ মার্চ, ২০২২।
৫) আবেদনপত্র সংশোধনের উইন্ডো কতদিন খোলা থাকবে? ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত প্রার্থীরা আবেদনপত্র সংশোধনের সুযোগ পাবেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports