NTA UGC NET 2021-এর অফিশিয়াল ওয়েবসাইটে যান।আবেদনপত্রে থাকা ভুল সংশোধন করার লিঙ্ক হোমপেজেই দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করুন।লিঙ্কে ক্লিক করতেই একটি নতুন ওয়েব পেজ খুলে যাবে। সেখানে পরীক্ষার্থী নিজের অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন দিয়ে লগইন করতে পারবেন।এরপর নিজের ভুল খুঁজে বের করে তা সংশোধন করতে পারবেন আবেদনকারী।এরপর অ্যাপ্লিকেশনটি 'সাবমিট' করুন।সংশোধিত আবেদনপত্রটি ডাউনলোড করে তার প্রিন্ট আউট বের করে রাখুন।ন্যাশনাল টেস্টিং অ্যাজেন্সির হেল্পলাইন নম্বর সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা।সংশোধিত অ্যাপ্লিকেশনটি চূড়ান্ত বলে বিবেচিত হবে। এরপরও কোনও সমস্যা থেকে থাকলে এনটিএ-র হেল্বলাইনে ফোন করে তা জানাতে পারবেন পরীক্ষার্থী।