Government Job News: কর্মরত অবস্থায় সরকারি কর্মচারীর মৃত্যু হলে তাঁর নিকটাত্মীয়া চাকরি পান। এবার সেই নিয়মই শিথিল করল রাজ্য সরকার। নয়া নির্দেশ জারি করল অর্থ দফতর।
সহজেই চাকরি পাবেন নিকটাত্মীয়রা!
কর্মরত অবস্থায় সরকারি কর্মচারীর মৃত্যু হলে তাঁর নিকটাত্মীয়কে চাকরি দেওয়া হয়। এ বার সেই পরীক্ষার নিয়ম কিছুটা সহজ করতে চলেছে রাজ্য সরকার। ডায়েড-ইন-হারনেস নামক পরীক্ষার নিয়মকানুন আগের তুলনায় সরল করা হবে। কর্মচারী সংগঠনগুলির একাংশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার পরীক্ষা হয়। সেই বিষয় সংক্রান্ত রাজ্য ‘সার্ভিস আইন’ (রিক্রুটমেন্ট টু ক্লারিক্যাল ক্যাডার) এখন সরকারের বিবেচনার অধীনে রয়েছে। ফলে সংশ্লিষ্ট চাকরিগুলি দিতে গিয়ে কিছু সমস্যা হচ্ছে। সম্প্রতি অর্থ দফতর এই বাধা দূর করার নির্দেশ দিয়েছে।
অর্থ দফতরের কর্তাদের একাংশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বেশ কিছু পরিবারের পরিস্থিতি খুব খারাপ। কারণ, তাঁদের পরিবারের সদস্য চাকুরিরত অবস্থায় মারা গিয়েছেন। এদিকে পরীক্ষা-বিধিতে রয়েছে নানা জটিলতা। সেই কারণে নিকটাত্মীয়দের সময় মতো নিয়োগ হচ্ছে না ।
সম্প্রতি এই নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে অর্থ দফতর। তাতে জানানো হয়েছে, যোগ্য প্রার্থীদের জেলা অফিসে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা যাবে। শূন্যপদ কতগুলি রয়েছে তাঁর ভিত্তিতে নিয়োগ হবে। এই পদের জন্য শুরুতেই কম্পিউটার যোগ্যতা-পরীক্ষার বাধ্যবাধকতা নেই। তবে একটি শর্ত থাকছেই। ‘প্রবেশন’-এ থাকাকালীন সংশ্লিষ্ট প্রার্থীকে ওই পরীক্ষায় পাশ করতে হবে। নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রে ওই পরীক্ষা নেওয়া হবে।