পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট ও পোস্টম্যান পদে নিয়োগ করবে ইন্ডিয়া পোস্ট। খেলোয়াড় কোটায় করা যাবে আবেদন। পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ :
৫১ টি।
বয়সসীমা
২০২১ সালের ২৪ ডিসেম্বরের নিরিখে বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
আবেদনের তারিখ:
আগামী ২৪ ডিসেম্বর আবেদনের শেষ তারিখ।
খেলার যোগ্যতা :
রাজ্য, জাতীয় কিংবা আন্তর্জাতিক স্তরে ইউনিভার্সিটি স্পোর্টস বোর্ড কিংবা অল ইন্ডিয়া স্কুল গেমে অংশগ্রহণের সার্টিফিকেট থাকতে হবে। মোটামুটি সব প্রচলিত খেলাই এই তালিকায় রয়েছে। বিশদে জানতে নিচে অফিসিয়াল নোটিফিকেশনটি খতিয়ে দেখুন।
শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃত বোর্ড কিংবা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ।
আনুষাঙ্গিক:
অন্তত ৬০ দিনের কোনও কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট।
আবেদন ফি:
১০০ টাকা।
অফলাইনে আবেদন :
আবেদনপত্র, চালানের কপি এবং প্রয়োজনীয় নথি স্পিড পোস্টে পাঠাতে হবে। পাঠানোর ঠিকানা O/o Chief Postmaster General, West Bengal Circle, Kolkata-700012.
অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক :