Central Govt Jobs: অসংখ্য পদে ২,০৬৫ জনকে নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার, কীভাবে আবেদন? কবে পরীক্ষা হবে?
1 মিনিটে পড়ুন Updated: 13 May 2022, 05:02 PM IST- -তে গিয়ে আবেদন করতে পারবেন। -তে যান।
২) তারপর রেজিস্টার করে লগইন করুন।
৩) তারপর নিজের প্রয়োজনীয় নথি দিন। আপলোড করুন প্রয়োজনীয় নথি।
৪) আবেদন ফি জমা দিন।
৫) ফর্ম সাবমিট করে প্রিন্ট-আউট করে নিন। তা ভবিষ্যতের জন্য রেখে দিন।
আবেদনের ডিরেক্ট লিঙ্ক -
গুরুত্বপূর্ণ তারিখ
১) অনলাইনে আবেদন শুরু: ১২ মে।
২) কতদিন অনলাইনে আবেদন চলবে? আগামী ১৩ জুন রাত ১১ টা পর্যন্ত অনলাইনে আবেদন গৃহীত হবে।
৩) অনলাইনে ফি দেওয়ার শেষদিন? আগামী ১৫ জুন রাত পর্যন্ত অনলাইনে ফি জমা দেওয়া যাবে।
৪) ব্যাঙ্কের চালান জেনারেট করার (অফলাইনে ফি জমা দেওয়া) শেষদিন? আগামী ১৬ জুন রাত ১১ টা পর্যন্ত চালান জেনারেট করা যাবে।
৫) চালানের মাধ্যমে কখন আবেদন ফি জমা দেওয়া যাবে? আগামী ১৮ জুন পর্যন্ত ফি জমা দিতে পারবেন প্রার্থীরা (ব্যাঙ্কের কাজের সময়ের মধ্যে চালান জমা দিতে হবে)।
৬) অনলাইন পেমেন্ট-সহ অনলাইনে জমা দেওয়া আবেদন সংশোধনের সময়: ২০ জুন থেকে ২৪ জুন (রাত ১১ টা পর্যন্ত)।
৭) কম্পিউটার বেসড পরীক্ষার সময়: ২০২২ সালের অগস্ট (সম্ভাব্য)।
(কোথায় শূন্যপদ আছে, কোথায় চাকরির আবেদন নিচ্ছে? ক্লিক করুন এখানে। জেনে যাবেন সব তথ্য)
আবেদন ফি:
১০০ টাকা দিতে হবে। অনলাইনে Bhim UPI, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন প্রার্থীরা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) শাখায় অফলাইনে চালানের মাধ্যমে ফি জমা দেওযা যাবে। তবে মহিলা প্রার্থী, তফসিলি জাতি ও উপজাতি প্রার্থী, বিশেষভাবে সক্ষম প্রার্থী এবং এক্স সার্ভিসম্যানদের আবেদন ফি দিতে হবে না।