বাংলা নিউজ > কর্মখালি > CBSE Class 10th, 12th Exam 2024 Date: কবে থেকে ২০২৪-র দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা শুরু হবে? জানিয়ে দিল CBSE
পরবর্তী খবর
CBSE Class 10th, 12th Exam 2024 Date: কবে থেকে ২০২৪-র দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা শুরু হবে? জানিয়ে দিল CBSE
1 মিনিটে পড়ুন Updated: 12 May 2023, 01:07 PM ISTAyan Das
২০২৪ সালের সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে।
১৫ ফেব্রুয়ারি থেকে সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সুনীল ঘোষ/হিন্দুস্তান টাইমস)
আগামী বছর ১৫ ফেব্রুয়ারি থেকে সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হতে চলেছে। তবে কতদিন দুটি বোর্ড পরীক্ষা চলবে, কবে কোন বিষয়ের পরীক্ষা হবে, তা এখনও বিস্তারিতভাবে জানায়নি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। পরবর্তীতে ২০২৪ সালের সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে।
আজ সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পাশের হার ৮৭.৩৩ শতাংশ। যা গত বছরের থেকে অনেকটা কম। গতবার পাশের হার ছিল ৯২.৭১ শতাংশ। এবার মোট ১৬,৬০,৫১১ জন পড়ুয়া পরীক্ষা দিয়েছিলেন। পাশ করেছেন ১৪,৫০,১৭৪। তবে সিবিএসইয়ের তরফে জানানো হয়েছে, করোনাভাইরাস মহামারীর আগে যখন পরীক্ষা হয়েছিল, তখনের থেকে পাশের হার বেশি আছে। ২০১৯ সালে পাশের হার ছিল ৮৩.৪ শতাংশ।
এবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার কোনও মেধাতালিকা বা মেরিট লিস্ট প্রকাশ করেনি সিবিএসই। কেন্দ্রীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, অস্বাস্থ্যকর প্রতিযোগিতায় রাশ টানতে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশনও জানানো হয়নি। বোর্ডের তরফে জানানো হয়েছে, যে ০.১ শতাংশ পড়ুয়ারা সর্বোচ্চ নম্বর পেয়েছেন, তাঁদের শংসাপত্র বা সার্টিফিকেট প্রদান করা হবে।