‘কোনও টিউশন নেই, রোজ সর্বোচ্চ ২০ ঘণ্টা নিজে পড়া..’, বলছেন CBSE দশম শ্রেণির ১০০ শতাংশ প্রাপ্ত টপার
1 মিনিটে পড়ুন Updated: 14 May 2025, 08:14 PM IST- )
শিক্ষার্থীদের জন্য পরামর্শ
সৃষ্টি এখন আইআইটি বোম্বে থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়াকেই আপাতত লক্ষ্য হিসাবে স্থির করেছেন।অন্যান্য শিক্ষার্থীদের জন্য তাঁর সাফল্যের মন্ত্র ভাগ করে নিচ্ছেন। তিনি বলেন,'সবসময় নিজের উপর বিশ্বাস রাখো এবং কঠোর পরিশ্রম করো। যদি তুমি তা না পারো, তাহলে ঈশ্বরের উপর ছেড়ে দাও এবং তোমার সেরাটা করার উপর মনোযোগ দাও। যদি তুমি এমন একজন ভালো মানুষ হও যে অন্যদের ছোট করে না দেখে, তাহলেই কেবল ভালো জিনিস তোমার পথে আসবে। যদি তুমি তোমার বইকে তোমার বন্ধু এবং পড়াকে তোমার শখ করে নাও, তাহলে এই ধরণের ফলাফল অর্জন করা সম্ভব'।