পহেলগাঁওয়ে ২২ এপ্রিলের জঙ্গি হামলার শিকার হন ২৬ জন পর্যটক। তাদের মধ্যে তিনজন ছিলেন বাঙালি। পহেলগাঁওয়ের এই নৃশংস হামলাকে ধিক্কার জানিয়েই এবার শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল শোক মিছিল। উপাসনা গৃহ থেকে আরম্ভ হয়ে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসের গেট পর্যন্ত চলে এই মিছিল। মোমবাতি হাতে বিশ্বভারতীর উপাচার্য, অধ্যাপক ও পড়ুয়ারা সকলেই সামিল হন বৃহস্পতিবার সন্ধ্যার এই শোকপালনে। মিছিলের মূল বার্তা ছিল no to terrorism (সন্ত্রাসবাদ বন্ধ হোক)
আরও পড়ুন - পাকিস্তানে গিয়ে আর বিয়ে করা হল না শয়তানের, মনখারাপ নিয়ে কী বললেন? ভাইরাল ভিডিয়ো
প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পরেই ভারত সরকারের তরফে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তান নাগরিকদের ভিসা দেওয়ার প্রক্রিয়া। আপাতত ভারতে থাকা পাক নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ৪৮ ঘণ্টার মধ্যে। অন্যদিকে পাকিস্তানে থাকা ভারতীয় নাগরিকদেরও দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে।