শুভেন্দু অধিকারী বলেন, ‘এ বার আর এক-দু’দিন বা এক-দু’ঘণ্টার জন্য বিক্ষোভ নয়, লাগাতার ৫ দিন ধর্না দেবে বিজেপি।’ এর আগে, তিনি বক্তব্য শুরু করেন,'এই আন্দোলন শুরু হল সবে, আগস্ট মাসে সিইএসসি এলাকায় বিক্ষোভ চলবে।'
শুভেন্দু অধিকারী।
শুক্রবার দুপুরে মুরলীধর সেন লেন থেকে মিছিল বের করে ধর্মতলায় এসে পৌঁছন বিজেপি নেতারা। শুক্রবার, এই মিছিল থেকে সিইএসইর প্রতি হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিদ্যুতের মাসুল কমানোর দাবিতে সরব শুভেন্দু, সিইএসসির কাছে ডেডলাইন বেঁধে দেন শুক্রবার।
বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপি ধরনায় বসার সিদ্ধান্ত আগেই নিয়েছিল। তবে পুলিশ সেই কর্মসূচির অনুমতি দেয়নি। এরপর বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ হাইকোর্টে মামলা করেন। হাইকোর্টের অনুমতি দেয় বিজেপিকে ধরনা করার। এরপরই শুক্রবার কলকাতায় সিইএসইর বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে মিছিলে যোগ দেন, অগ্নিমিত্রা পল, রাহুল সিনহা সহ বিজেপির নেতৃত্ব। মিছিলের সামনের সারিতে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিইএসসির বিদ্যুতের মাসুল কমানোর দাবিতে কলকাতার রাজপথে নেমে শুভেন্দু অধিকারী বলেন, ‘এ বার আর এক-দু’দিন বা এক-দু’ঘণ্টার জন্য বিক্ষোভ নয়, লাগাতার ৫ দিন ধর্না দেবে বিজেপি।’ এর আগে, তিনি বক্তব্য শুরু করেন,'এই আন্দোলন শুরু হল সবে, আগস্ট মাসে সিইএসসি এলাকায় বিক্ষোভ চলবে।'