ইতিমধ্যেই আবেদন পাঠানো শুরু হয়ে গিয়েছে। নিউ টাউনে HIG এবং MIG কো-অপারেটিভ হাউজিংয়ে ফ্ল্যাটবাড়ি পেয়ে যাবেন এই লটারির মাধ্যমে। প্রতিটি প্লটে চার থেকে ছয়টি কোটা সংরক্ষিত থাকছে পুলিশ-সহ রাজ্য কর্মচারীদের জন্য। টাইপ-1 আবাসন সংরক্ষিত রাখা হবে রাজ্য সরকারি কর্মীদের জন্য।