খাস কলকাতার বুকে ফের ভয়াবহ খুন। দক্ষিণ কলকাতার হরিদেবপুরের কবরডাঙা মাছের বাজার থেকে সোমবার সকালে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ। মাথায় একাধিক আঘাতের চিহ্ন স্পষ্ট। পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে, ভারী কোনও বস্তু দিয়ে থেঁতলে খুন করা হয়েছে তাঁকে। তবে মৃত যুবকের পরিচয় এখনও পর্যন্ত মেলেনি।
আরও পড়ুন: পড়শি দেশের সীমান্ত লাগোয়া এলাকা থেকে গ্রেফতার কৃষ্ণনগর খুনে অভিযুক্ত দেশরাজ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো সকালবেলায় ব্যবসায়ীরা মাছ বাজারে আসেন। সেই সময়ই তাঁদের চোখে পড়ে অচেতন অবস্থায় পড়ে থাকা এক যুবক। চারপাশে রক্ত ছড়িয়ে আছে, পড়ে আছে জুতো-সহ একাধিক জিনিসপত্র। মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর যায় স্থানীয় থানায়। কিছুক্ষণের মধ্যেই হরিদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ সূত্রের খবর, ওই যুবকের মাথায় ধারালো বা ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, খুন বাজারের ভেতরেই হয়েছে নাকি অন্য কোথাও খুন করে পরে দেহ ফেলে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে স্নিফার ডগ নিয়ে গিয়েছে পুলিশ। বাজারের আশপাশে খুঁজে দেখা হচ্ছে কোনও সিসিটিভি ক্যামেরা আছে কি না। যদি থাকে, তাহলে ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের সন্ধান করা হবে।