
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বেহালায় এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার বেহালার পর্ণশ্রীর গাবতলা লেনের বাড়ি থেকে ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতা তরুণীর নাম প্রিয়াঙ্কা দাস। কী এমন ঘটল যে তরুণী আত্মহত্যার পথ বেছে নিলেন ওই তরুণী? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এক্ষেত্রে তরুণীর প্রেমিকের দিকে অভিযোগের আঙুল উঠেছে। পরিবারের অভিযোগ, প্রিয়াঙ্কার প্রেমিক তাকে ব্ল্যাকমেল করছিল। সেই কারণেই আত্মহত্যার পথ বেচে নিয়েছিলেন প্রিয়াঙ্কা। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তবে এই মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: দেনায় টাকা শেষ, ভারতদর্শন করে বারাণসীতে গিয়ে আত্মঘাতী এক পরিবারের ৪ সদস্য
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন অনেক ডাকাডাকির পরেও কোনও সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তখন তড়িঘড়ি তাকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই মৃত্যুর জন্য তরুণীর প্রেমিককেই দায়ী করেছেন পরিবারের সদস্যরা। তাদের দাবি ২৩ বছর বয়সি প্রিয়াঙ্কার সঙ্গে ওই যুবকের সম্পর্ক গড়ে উঠেছিল। কিছুদিন আগে তারা একসঙ্গে ঘুরতে গিয়েছিল। তবে ফেরার পরেই কোনও কারণবশত তাদের সম্পর্কে চির ধরে। এরপর ওই যুবক প্রিয়াঙ্কার গোপন ছবি ফাঁস করিয়ে দেওয়ার হুমকি দিতে থাকে। এভাবেই ওই যুবক গত কয়েকদিন ধরে প্রিয়াঙ্কাকে ব্ল্যাকমেল করছিল বলে অভিযোগ। সেই কারণেই প্রিয়াঙ্কা আত্মঘাতী হয়েছে বলে দাবি পরিবারের। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এর পাশাপাশি ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামার রুজু করে তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত যুবকের খোঁজ চালানো হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। পাশাপাশি ব্ল্যাকমেলের কারণেই আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কারণ রয়েছে? সে বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে।
অন্যদিকে, এদিনই কলকাতায় আরও একটি মৃতদেহ উদ্ধার হয়। কসবার রাজডাঙ্গা মেইন রোডে একটি ভাড়া বাড়ি থেকে ৬০ বছর বয়সি এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম মোহন শর্মা। জানা গিয়েছে, ওই ব্যক্তি পেশায় কাঠমিস্ত্রি। তিনি বিহারের বাসিন্দা। তবে ২৫ বছর ধরে তিনি কলকাতার বাড়িতেই ভাড়া থাকছিলেন। দীর্ঘক্ষণ ধরে তার ঘরের দরজা বন্ধ থাকায় অন্যান্যরা পুলিশে খবর দেয়। শেষে ঘরের দরজা ভেঙে মোহনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় ইতিমধ্যেই মৃতের পরিবারকে খবর দিয়েছে পুলিশ। পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports