
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বাঁকুড়ার লালমাটি কুপিয়েছিলেন প্রায় ৩ বছর ধরে। তার পরও লোকসভা ভোটে টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ গোপন করেননি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। গন্ধেশ্বরীর পাড়ে তাঁর দেওয়া শ্রমে সম্ভবত ফসল ফলতে চলেছে গঙ্গার পাড়ে। উপ নির্বাচনে তাঁকে বরানগর কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে তৃণমূল। এমনই খবর পাওয়া যাচ্ছে শাসকদলের অন্দরমহল থেকে।
আরও পড়ুন: পার্থ–জ্যোতিপ্রিয়কে আবির মাখাতে গেলেন বন্দিরা, খেপে ফায়ার প্রাক্তন দুই মন্ত্রী
তাপস রায়ের ইস্তফায় খালি হওয়ায় বরানগর আসনে ইতিমধ্যে সজল ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। সূত্রের খবর, সজলের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী হতে চলেছে সায়ন্তিকা। গত ১০ মার্চ ব্রিগেডে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণার পরই স্পষ্ট হয়ে যায় সায়ন্তিকার ভাগ্যে শিকে ছেঁড়েনি। সভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে নেমে সোজা বাড়ি চলে আসেন তিনি। পরদিন নিজের অভিমানের কথা তুলে ধরে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন সায়ন্তিকা। এমনকী তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন বলে জল্পনাও শুরু হয়ে যায়। কিন্তু পরদিনই বিদ্রোহে ইতি দিয়ে সায়ন্তিকা জানিয়ে দেন, অভিমান হলেও তা দলকেই বলব। তখনই বোঝা গিয়েছিল, দলীয় নেতৃত্বের সঙ্গে কোনও রফা হয়েছে সায়ন্তিকার।
২০২১ সালে বাঁকুড়া কেন্দ্র থেকে লড়াই করে হারেন সায়ন্তিকা। তার পরও ৩ বছর বাঁকুড়াতেই রাজনীতি করেছেন তিনি। কিন্তু সেখানে বিধায়ক অরূপ চক্রবর্তীকে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসাবে ঘোষণা করে তৃণমূল। এতেই আশাভঙ্গ হয় সায়ন্তিকার।
আরও পড়ুন: CM-র উপদেষ্টা পরিচয় দিয়ে প্রতারণার ছক, গ্রেফতার প্রাক্তন পুলিশ আধিকারিকের ছেলে
সায়ন্তিকার প্রতিদ্বন্দী সজল ঘোষের কাহিনীও খুব আলাদা নয়। লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা থেকে তিনি বিজেপির প্রার্থী হতে পারেন বলে প্রায় সব কিছু পাকা ছিল। শেষ মুহূর্তে তাপস রায়ের দলবদলে সজলের আশা শেষ হয়ে যায়। তার বদলে তাঁকে বরানগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করে দল।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports