বাংলা বিভাজনের পক্ষে নয় বিজেপি। এমনই দাবি করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গকে ভাগ করা নিয়ে সম্প্রতি বিজেপির সাংসদ-বিধায়করা যে মন্তব্য করেছেন, সেটার প্রেক্ষিতেই নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, ‘ওটা ওঁনার (যাঁরা বঙ্গভঙ্গের সওয়াল করেছেন) ব্যক্তিগত মত। ভারতীয় জনতা পার্টির পরিষ্কার অবস্থান হল যে আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, কেন্দ্রশাসিত অঞ্চল, আলাদা রাজ্য এসব চাই না। দলগতভাবে আমি বলতে পারি। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। হিন্দু পলায়ন রুখতে অবিলম্বে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ঘাড় ধরে বের করতে হবে। কাঁটাতারের বেড়া করার জন্য ৭২টি জায়গায় বিএসএফকে জমি দেওয়া হয়নি। অবিলম্বে জমি দিতে হবে।’
কী নিয়ে নতুন করে বাংলা ভাগের বিতর্ক শুরু হয়েছে?
গত সপ্তাহে বঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার জানান যে উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। পশ্চিমবঙ্গের অংশ হিসেবেই উত্তর-পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেন সুকান্ত।
বাংলা ভাগের সওয়াল বিজেপি নেতাদের
তারপর থেকেই বাংলা ভাগ নিয়ে হইচই শুরু হয়। সংসদে দাঁড়িয়ে ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেন, পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ; ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা এবং বিহারের আরারিয়া, কিষানগঞ্জ ও কাটিহার নিয়ে একটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গড়া হোক। সেই প্রস্তাবকে কার্যত সমর্থন করেন মুর্শিদাবাদের দুই কাঞ্চন মৈত্র এবং গৌরীশংকর ঘোষ। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও সওয়াল করেন যে কেন্দ্রের হাতে থাকা উচিত মালদা এবং মুর্শিদাবাদ।
বাংলা ভাগের দাবি তোলায় হুঁশিয়ারি মমতার
বিজেপির নেতা-মন্ত্রীদের একাংশ যে বাংলা ভাগের পক্ষে সওয়াল করেছেন, তা নিয়ে পদ্মশিবিরকে হুঁশিয়ারি দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে মমতা জানান, কেউ যদি বাংলা ভাগ করতে চান, তাহলে তাঁরা আসুক। কীভাবে রুখতে হয়, সেটা দেখিয়ে দেবেন। ভোট এলেই বাংলা ভাগ নিয়ে হইচই করা হয়। কেউ বলছেন যে মালদা-মুর্শিদাবাদ ভেঙে দেওয়া হোক। কেউ আবার অসমের তিনটি জেলাকে নিয়ে নতুন কিছু করতে বলছেন। কেউ আবার বলছেন যে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে জুড়ে দেওয়া হোক। কেউ যদি সেটা করতে চান, তাহলে আসুক। দেখিয়ে দেবেন তিনি।