বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘মোবাইলটা নিয়ে গিয়েছে,’ ‘রাজনীতি করি বলে হয়তো…’, ED তল্লাশির শেষে বললেন তাপস রায়
পরবর্তী খবর
‘মোবাইলটা নিয়ে গিয়েছে,’ ‘রাজনীতি করি বলে হয়তো…’, ED তল্লাশির শেষে বললেন তাপস রায়
1 মিনিটে পড়ুন Updated: 12 Jan 2024, 07:03 PM ISTChiranjib Paul
তিনি আরও বলেন, ‘ওরা ভোরে এসেছিল। যা বলার ওরা বলবে। একটি টিম আসে। ইডি যে কারণে সেই কারণে এসেছিল।’
ইডি-র তল্লাশির শেষে তাপস রায়
সকাল ৬টা ৪০ মিনিটে বরানগরের বিধায়ক তপাস রায়ের বাড়িতে ঢুকেছিল ইডি। বেরলো ৬টা ২০ মিনিটে। ১২ ঘণ্টা তল্লাশির শেষে কী পেল ইডি? কী নিয়ে গেল? তা তল্লাশির শেষে বিধায়ক নিজেই জানালেন।
শুক্রবার তাপস রায় সাংবাদিকদের বলেন, 'কিছুই পাইনি ওরা। তবে আমার মোবাইলটা নিয়ে গিয়েছে।'
তিনি আরও বলেন, ‘ওরা ভোরে এসেছিল। যা বলার ওরা বলবে। একটি টিম আসে। ইডি যে কারণে সেই কারণে এসেছিল।’
তাপস রায় বলেন, ‘আমার কোনও রকম কোনও নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনও জড়িত থাকার সুযোগ ছিল না, জড়িত নয়ও। আমি এই নিয়ে কিছু বলতে পারব না। যা বলার ওরা বলবে। আমি আমার রাজনৈতিক জীবনে কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না, আজও নেই। আমার কিছু বলার নেই। আমার মনে হয় রাজনীতি করি বলে হয়তো এই তল্লাশি। আমার মোবাইলটা নিয়ে গিয়েছে।'
বরানগর পুরসভা নিয়ে নির্দিষ্ট করে কিছু জিজ্ঞাসা করা হয়েছিল কি না তা জানতে চাওয়া সহলে বরানগরের বিধায়ক বলেন, ‘এ নিয়ে নির্দিষ্ট করে কিছু জিজ্ঞাসা করা হয়নি। শুধু জানতে চেয়েছে আপানার অনুরোধে কেউ চাকরি পেয়েছিল কি না? নির্দিষ্ট করে ওরা কিছু জিজ্ঞাসা করেনি।’