রাজ্যের সওয়াল শুনে বিচারপতি বলেন, সেই বিষয়টি অন্য এজলাসে বিচারাধীন রয়েছে। তার সঙ্গে এই মামলার যোগ নেই। বৃহস্পতিবার জেলিয়াখালির হালদার পাড়ায় যেতে পারবেন শুভেন্দু অধিকারী ও শংকর ঘোষ।
শুভেন্দু অধিকারী
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সন্দেশখালির জেলিয়াখালি যেতে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার জেলিয়াখালি যাবেন তিনি। সঙ্গে যেতে পারবেন বিধায়ক শংকর ঘোষ। শুভেন্দুবাবুর জেলিয়াখালি সফরের জন্য সেখানে জারি থাকা ১৪৪ ধারায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।
এদিন আদালতে রাজ্যের তরফে জানানো হয়, এর আগে আদালত শুভেন্দুবাবুকে শর্তসাপেক্ষে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিলেও তিনি শর্ত মানেননি। তিনি সেখানে গিয়ে ভিড় জড়ো করেছেন। পুলিশ আধিকারিকদের প্রতি অপশব্দ প্রয়োগ করেছেন। এমনকী এক পুলিশকর্মীকে খালিস্তানি বলে আক্রমণ করেছেন তিনি। তাছাড়া উনি যেখানে যাবেন বলছেন সেখানে এখন ১৪৪ ধারা জারি রয়েছে।
রাজ্যের সওয়াল শুনে বিচারপতি বলেন, সেই বিষয়টি অন্য এজলাসে বিচারাধীন রয়েছে। তার সঙ্গে এই মামলার যোগ নেই। বৃহস্পতিবার জেলিয়াখালির হালদার পাড়ায় যেতে পারবেন শুভেন্দু অধিকারী ও শংকর ঘোষ। সেজন্য ওই এলাকায় জারি থাকা ১৪৪ ধারায় স্থগিতাদেশ জারি করছে আদালত।