Madhyamik 2025: 'অ্যাডমিট কার্ডের ব্যবস্থা করুন,' হাইকোর্টে কড়া ধমক খেল মধ্যশিক্ষা পর্ষদ Updated: 06 Feb 2025, 09:35 PM IST Satyen Pal টেনশন কিছুটা হলেও কমবে এবার। ছাত্রছাত্রীদের অবিলম্বে অ্য়াডমিট কার্ড দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।