
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ইতিমধ্যেই সরকারি বাস আগের থেকে বেশি রাস্তায় নামানো হয়েছে। বেসরকারি ক্ষেত্রে রুট নতুন করা হয়েছে। সরকারি বাস পরিষেবা নিয়ে যাতে কোনও ক্ষোভ তৈরি না হয় সেটা পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে দেখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কদিন আগে তো এই দফতরকে সাইলেন্ট ডিপার্টমেন্ট বলে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এবার যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে নতুন বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। আর সেটা যাতে বাস্তবায়িত হয় তার জন্য পরিবহণ দফতরকে আর্থিক অনুমোদন দিয়েছে অর্থ দফতর।
কলকাতা হাইকোর্টের নির্দেশে ১৫ বছর হয়ে যাওয়া বাস–সহ অন্যান্য যানবাহন শহরের রাজপথ থেকে তুলে ফেলতে বলা হয়েছে। কারণ সেটা না করলে বায়ুদূষণ মারাত্মক বেড়ে যাবে। পরিবহণ দফতর সূত্রে খবর, এই কারণে বড় এবং মাঝারি মাপের তিন ধরনের বাতানুকূল বাস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তিন ধরনের বাসের নাম দেওয়া হয়েছে মিডি, সেমি এবং ডিলাক্স। শহরের পথে বাস কমে যাওয়ায় যাত্রীদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয় বলে অভিযোগ। সেই সমস্যা দ্রুত মেটাতেই টেন্ডার প্রক্রিয়া করে নতুন বাস রাস্তায় নামাতে চাইছে পরিবহণ দফতর। চলতি বছরের দুর্গাপুজোর আগেই এই সিএনজি বাস কলকাতার রাজপথে নামানো হবে। তেমনই পরিকল্পনা করা হয়েছে। নতুন এই ২০০টি সিএনজি বাস কেনার জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দফতর।
আরও পড়ুন: ‘আন্দোলন না করার জন্য ডাক্তারদের ঘুষ দেওয়া হয়েছে’, বেতন বৃদ্ধি নিয়ে বেলাগাম দিলীপ ঘোষ
কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই বহু পুরনো বাস তুলে দেওয়া হয়েছে। তাতে পথে বাস কম মিলছে বলে অভিযোগ। আর তাই বাস কিনে সেই অভাব পূরণ করতে চায় রাজ্য সরকার। ১২ মিটারের সেমি ডিলাক্স বাস ১২০টি কেনা হচ্ছে। যার প্রত্যেকটির দাম ৬৫ লাখ টাকা। আর একই মাপের ডিলাক্স বাস ৫০টি কেনা হচ্ছে। যার প্রত্যেকটির দাম ৭০ লক্ষ ৪০ হাজার টাকা। ৯ মিটার লম্বা মিডি বাস ৩০টি পথে নামবে। যার একটি বাসের দাম ৪২ লক্ষ টাকা। এই আবেদন অর্থ দফতরের কাছে আগেই জানিয়েছিল পরিবহণ দফতর। তাতে সম্মতি মিলেছে। এই তড়িঘড়ি ব্যবস্থার পিছনে মুখ্যমন্ত্রীর সেই ভর্ৎসনা আছে বলে মনে করা হচ্ছে। নতুন বাস কেনার বিষয়টি নিশ্চিত করেছে পরিবহণ দফতর।
শহরের বুকে যে সরকারি বাস বাড়ানো হয়েছে সেটা এখন দেখা যাচ্ছে। তার উপর লেডিস স্পেশাল বাসও চালু হয়েছে হাওড়া থেকে। এবার নতুন সিএনজি বাস নামানোর বিষয়টি নিশ্চিত হতেই রাজ্য মন্ত্রিসভার পক্ষ থেকে ৯০০ জন বাসচালক এবং কন্ডাক্টর নিয়োগের সিদ্ধান্ত বাস্তবায়িত হবে বলে মনে করা হচ্ছে। পরিবহণ দফতরের এক অফিসার বলেন, ‘এখন বেশ কিছু নতুন বাস কেনা হচ্ছে। যাতে পরিবেশবান্ধব সব কিছু থাকবে। তাই অনেক ভাবনাচিন্তা করেই ২০০টি সিএনজি চালিত বাস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রী পরিষেবা এবং পরিবেশ দূষণ দুটি কাজ একসঙ্গে হবে।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports