বাংলায় অপরাধ ঠেকাতে তৈরি করা হবে নিজস্ব ক্যাডার বাহিনী। যাতে নানা অপরাধার জাল ছিঁড়ে ফেলা যায়। এই বিষয়ে তৎপর হল রাজ্য পুলিশ। কেন্দ্রীয় সংস্থার আদলে তৈরি হচ্ছে বাংলার নিজস্ব ক্যাডার বাহিনী। পুলিশের পাশাপাশি এই বাহিনী শহর থেকে গ্রামে ছড়িয়ে অপরাধ ঠেকাবে। নবান্ন ইতিমধ্যেই এই সিদ্ধান্তে ছাড়পত্র দিয়েছে বলে খবর।
কেমন হবে সেই ক্যাডার বাহিনী? নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি’র ধাঁচে নিজস্ব ক্যাডার বাহিনী গড়ে তোলা হবে। এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই উদ্যোগ শীঘ্রই শুরু করা হবে। এই বাহিনী তদন্ত থেকে শুরু করে অপরাধ ঠেকাতে ঝাঁপিয়ে পড়ে কাজ করবে। আর প্রতিনিয়ত প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলবে।
এখন প্রশ্ন, কীভাবে হবে এই নিয়োগ প্রক্রিয়া? শীর্ষ আধিকারিকদের সূত্রে খবর, ক্যাডার বাহিনীর ৬০ শতাংশ লোক নেওয়া হবে নিজস্ব ক্যাডার থেকে। আর বাকি ৪০ শতাংশ কলকাতা এবং রাজ্য পুলিশের ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে। এই বাহিনীই শহর থেকে জেলায় ছড়িয়ে পড়বে। আর সেখান থেকে রিপোর্ট দেবে সরকারকে।
সূত্রের খবর, বাইরে থেকে যাঁদের নিয়োগ করা হবে তাঁরা গোয়েন্দা হিসেবেই কাজ করবেন। রাজ্য এবং কলকাতা পুলিশের বহু পদ এখনও খালি পড়ে রয়েছে। সেখানে নিয়োগ না করে এই ক্যাডার বাহিনীর উদ্যোগ নেওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু গোয়েন্দা বাহিনী তৈরি করাই কি সব সমস্যার সমাধান করবে?