শিক্ষক নিয়োগ, বদলি-সহ একগুচ্ছ দাবিতে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির বিকাশ ভবন অভিযান আটকে দিল পুলিশ। সংগঠনের পক্ষ থেকে আজ বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়। সেইমতোই আজ সকালে নেতাজি মূর্তি কাছ থেকে মিছিল বের করেন সংগঠনের সদস্যরা। তবে সেই মিছিল বিকাশ ভবনে পৌঁছনোর আগেই ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুলিশের সামনেই দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা।
মূলত নয় দফা দাবিতে আজ বিকাশ ভবন অভিযানের ডাক দেয় বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি। তাদের দাবির মধ্যে রয়েছে, শিক্ষকদের নিজেদের এলাকায় বদলি করতে হবে, নতুন শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। তাছাড়া শিক্ষা কর্মীদের বদলি জটিলতা কাটাতে হবে। সংগঠনের এই দাবির মধ্যে ডিএ মেটানোর বিষয়টিও রয়েছে। সেই সঙ্গে শিক্ষক এবং শিক্ষা কর্মী নিয়োগে স্বচ্ছতার দাবি জানিয়েছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সংগঠন।