
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
নতুন রূপে সেজে উঠেছে মিলন মেলা প্রাঙ্গণ। আগামী ২০ ও ২১ এপ্রিল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন এখানেই বসতে চলেছে। সোমবার এই নতুন রূপে সেজে ওঠা মিলন মেলা প্রাঙ্গণের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মিলন মেলার নাম বদলে হল বিশ্ব বাংলা প্রাঙ্গণ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২০১৮ সালে মিলন মেলা নতুন করে সাজিয়ে তোলার কাজ শুরু হয়। নতুন মিলন মেলা প্রাঙ্গণে ২২ একর জমির ওপর ১২০ মিটার লম্বা ও ৭৩ মিটার চওড়া ২টি বিশাল আকারের প্যাভিলিয়ান তৈরি করা হয়। বিভিন্ন ধরনের বাণিজ্যিক প্রদর্শনীর আয়োজন যাতে করা যায়, সেই লক্ষ্যেই এই প্যাভিলিয়ানগুলি তৈরি করা হয়েছে। এই প্রাঙ্গণে থাকছে ১৮০ ফুট লম্বা বিশ্ব বাংলা টাওয়ার। সেই টাওয়ারের মাথায় রয়েছে বিশ্ব বাংলা গ্লোব। সেই গ্লোব থেকে লেজার রশ্মি গিয়ে পড়বে প্যাভিলিয়ানের ওপর। জানা যাচ্ছে, এই প্যাভিলিয়ান সংলগ্ন এলাকায় থাকছে বিজনেস সেন্টার। সেই সঙ্গে থাকছে ৪ তলা পার্কিং স্পেস। সেখানে ১২০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। মিলন মেলা প্রাঙ্গণের পূর্ব দিকে আরও একটি গেট থাকছে। প্রশাসন সূত্রে খবর, পুরো প্রকল্পটি তৈরি করতে রাজ্য সরকারের খরচ হয়েছে ৩৫০ কোটি টাকা।
একটি সময়ে বই মেলা থেকে শুরু করে হস্তশিল্প মেলা সহ নানা ধরনের মেলা বসত এই মিলন মেলা প্রাঙ্গণের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলা প্রাঙ্গণকে আন্তর্জাতিক মানের কেন্দ্র হিসাবে গড়ার পরিকল্পনা নেন। গত রবিবার উদ্বোধনের ঠিক আগের দিন এই মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা।
৳7,777 IPL 2025 Sports Bonus