রাজ্য মিড ডে মিল কেলেঙ্কারির রিপোর্ট তলব করল কেন্দ্রীয় সরকার। ৪ সপ্তাহের মধ্যে নবান্নকে রিপোর্ট দিতে হবে নির্দেশ এসেছে দিল্লি থেকে। এতে রাজ্য সরকারের বিপদ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।বুধবার কেন্দ্রের সর্বশিক্ষা মিশনের অন্তর্গত মিড – ডে - মিলের জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্ট প্রকাশ্যে আসে। তাতে দাবি করা হয়েছে, রাজ্য সরকারের পেশ করা তথ্য থেকে রাজ্যে অন্তত ১৬ কোটি মিড – ডে - মিল কম খাওয়ানো হয়েছে। যার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। এখানেই শেষ হয়, খাবারের মান ও পরিমাণ কেন্দ্রের বেঁধে দেওয়া মানের থেকে খারাপ। রিপোর্টে জানানো হয়েছে, রাজ্যের তরফে জানানো হয়েছে গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে ১৪০ কোটি ২৫ লক্ষ মিড ডে মিল খাওয়ানো হয়েছে। যদিও জেলায় জেলায় গিয়ে রিভিউ টিমের সদস্যরা যে তথ্য পেয়েছেন তা যোগ করে দেখা যাচ্ছে সংখ্যাটা ১২৪ কোটি ২২ লক্ষ। অর্থাৎ রাজ্যে প্রায় ১৬ কোটি মিড ডে মিল কম খাওয়ানো হয়েছে। যার খরচ প্রায় ১০০ কোটি টাকা।এর পর বিকেলে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, কেন্দ্রের এই রিপোর্ট একতরফা। রাজ্যের তরফে এই রিভিউ টিমে কোনও প্রতিনিধি ছিল না। তাদের সম্মতি ছাড়া কী ভাবে এই রিপোর্ট প্রকাশ করা হল তা জানতে চেয়ে টিমের প্রধানকে চিঠি পাঠাবে রাজ্য সরকার। তবে সেজন্য সময় না দিয়ে আগেই এই গরমিলের জন্য রাজ্যের জবাবদিহি তলব করল কেন্দ্র।