এই তো দিন কয়েক আগেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করতে। সেই সময় মূলত তাঁদের মধ্য়ে উন্নয়ন নিয়ে কথা হয়েছিল বলে খবর। এবার বাংলার মুখ্য়মন্ত্রী ফুরফুরা শরিফে যাবেন বলে খবর। আগামী ১৭ মার্চ অর্থাৎ সোমবার তিনি ফুরফুরা শরিফে যেতে পারেন বলে খবর মিলেছে। সেখানে তিনি ত্বহা সিদ্দিকির সঙ্গে দেখা করতে পারেন বলে সূত্রের খবর। সেখানেও এলাকার উন্নয়ন নিয়ে কথা হতে পারে।
এদিকে এর আগেও একাধিকবার বাংলার মুখ্য়মন্ত্রী ফুরফুরা শরিফে গিয়েছিলেন। ফের ১৭ মার্চ তিনি ফুরফুরায় যাবেন। তবে এনিয়ে ইতিমধ্য়েই নানা জল্পনা ছড়াতে শুরু করেছে। তবে এনিয়ে এখনও বিস্তারিত কিছু মেলেনি।
এদিকে একাধিক সংবাদমাধ্য়মের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, তৃণমূল ক্ষমতায় আসার পরে এনিয়ে তিনবার ফুরফুরায় যাচ্ছেন তিনি। এর আগে ২০১১ সালে ক্ষমতায় আসার পরে ফুরফুরা শরিফে গিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। এবার তিনি পীরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গেও দেখা করবেন বলেও খবর।
সম্প্রতি মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। ভাঙড়ের বিধায়ক তিনি। প্রশাসনিক জটিলতার জেরে তিনি বিধায়ক এলাকা উন্নয়নের টাকা খরচ করতে পারছেন না বলে তিনি অভিযোগ তুলেছিলেন। তার জেরে তিনি এবার খোদ মুখ্য়মন্ত্রীর সঙ্গে দেখা করে গিয়েছিলেন।
উভয়ের মধ্য়ে সেবার মিনিট ২০ কথা হয়েছিল বলে খবর। নওশাদের অভিযোগ ছিল, প্রশাসনিক জটিলতার কারণে আড়াই বছর ধরে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকা খরচ করতে পারছেন না তিনি। প্রশাসনিক নানা জটিলতার কারণে তিনি টাকা খরচ করতে পারছেন না বলে নিজেই অভিযোগ তোলেন।