কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বঞ্চনার অভিযোগ করে এসেছেন। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে প্রশআসনিক বৈঠকে ফের একবার এই ইস্যুতে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা অভিযোগ করলেন যে কেন্দ্র ষড়যন্ত্র করে পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে পঙ্গু করে দিতে চাইছে। মমতা দাবি করেন যে বিভিন্ন খাতে কেন্দ্রের থেকে রাজ্য ৯০ হাজার কোটি টাকা পাওনা। তবে সেই টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে অভিযোগ মমতার। তাঁর আরও অভিযোগ, বিজেপি বিরোধী দলের সরকার বলেই বাংলার বিরুদ্ধে কেন্দ্রের এই বঞ্চনা।
মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে জানান, কোভিডের জেরে রাজ্যের আয় কমেছে। তাছাড়া ঘূর্ণিঝড় ইয়াসের কারণেও রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। মুখ্যমন্ত্রী জানান, ইয়াসের জেরে রাজ্যের ২২ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। তবে তাঁর অভিযোগ, এই সময় সরকার বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ কমি দিয়েছে সরকার। এর জেরে রাজ্য বাধ্য হয়ে ঋণ নিতে বাধ্য হচ্ছে। এপরদিকে প্রাপ্য বকেয়ার পরিমাণও বাড়ছে।
উল্লেখ্য, জিএসটি বাবদ ১১ হাজার কোটি টাকা রাজ্যের পাওনা মেটায়নি কেন্দ্র। কোভিডকালে গত অর্থবর্ষের জিএসটি ক্ষতিপূরণ বাবদ ২ হাজার ৮ কোটি টাকা রাজ্যকে দেয়নি কেন্দ্র। এদিকে মমতা জানান, রাজ্যের অর্থদফতর বিভিন্ন প্রকল্পের জন্য ৭৪ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দ করেছিল। আর তার মধ্যে ইতিমধ্যেই ৮৬ শতাংশ অর্থাৎ ৬৩ হাজার ৫৮ কোটি টাকা খরচ করা হয়েছে জনহিতে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার নারীদের হাতে ৪ হাজার ৭৩ কোটি টাকা তুলে দিয়েছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে অপ্রয়োজনীয় খরচ কমানোর নির্দেশ দেন মমতা।