
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের ইস্যুতে এবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি পাঠালেন কংগ্রেসের লোকসভার নেতা অধীররঞ্জন চৌধুরী। এই চিঠি পাঠানোর ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য–রাজনীতি সরগরম হয়ে উঠেছে। ‘টাকা নিয়ে প্রশ্ন’ করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। তাই তাঁর সাংসদপদ খারিজ সংক্রান্ত রিপোর্ট সোমবার লোকসভায় জমা দিতে পারে এথিক্স কমিটি। কিন্তু তার আগেই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। চিঠিতে তিনি মহুয়া মৈত্রের প্রসঙ্গ তুলে ধরে সংসদীয় কমিটিগুলির নিয়ম ও পদ্ধতির পর্যালোচনা করার দাবি জানিয়েছেন। এটা যে গুরুতর শাস্তিযোগ্য অপরাধ সেটাও উল্লেখ করেছেন অধীর।
এদিকে আগামী ৪ ডিসেম্বর সংসদে শীতকালীন অধিবেশন শুরু হবে। সেখানে এই বিষয়টি সামনে আসতে পারে। এমন আবহে লোকসভার স্পিকারকে চার পাতার চিঠি লিখলেন অধীর। ওই চিঠিতে অধীররঞ্জন চৌধুরী লেখেন, ‘স্বাধিকাররক্ষা কমিটি এবং এথিক্স কমিটির ভূমিকা কী সেটা পরিষ্কার নয়। আর কোনটি ‘অনৈতিক আচরণ’ তার কোনও সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। ‘টাকা নিয়ে প্রশ্ন’ করার ঘটনাটির উপর যখন তদন্ত চলছে, সেটি সম্পূর্ণ গোপন থাকার কথা। এটি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। কিন্তু এথিক্স কমিটির চেয়ারম্যান এবং সদস্যরা বিষয়টি গোপন না রেখে প্রকাশ্যেই এনেছেন এবং সেটি নিয়ে নিজেদের মতো মতামতও দিচ্ছেন।’
অন্যদিকে অভিজ্ঞ সাংসদ হিসাবে অধীররঞ্জন চৌধুরী কিছু কড়া কথাও লিখেছেন। যা নিয়ে চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে বিতর্কের মধ্যেই অধীর লেখেন, ‘আমি মনে করি না মহুয়া মৈত্র কোনও ভুল করেছেন। সাংসদ প্রশ্ন তুলবেনই। কিন্তু অপছন্দের প্রশ্ন হলে তাঁর মুখ বন্ধ করা হবে এটা কোনও গণতান্ত্রিক ব্যবস্থায় হতে পারে না। কোনও সরকারের উচিত নয় কোনও একজন বা দু’জন শিল্পপতির পাশে দাঁড়ানো।’ এই কথাগুলি বিজেপির বিরুদ্ধে যাচ্ছে। সুতরাং এই চিঠি পড়ার পর লোকসভার স্পিকার সঠিক পথে হাঁটবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
আরও পড়ুন: খাস কলকাতায় আবার মর্মান্তিক পথ দুর্ঘটনা, মোটরবাইক আরোহীকে পিষে চম্পট গাড়ি
তবে চিঠিতে আরও কিছু কথার উল্লেখ করেন। যা তা সম্পূর্ণ বহরমপুর সাংসদের পর্যবেক্ষণ। এথিক্স কমিটি ৯ নভেম্বর বৈঠকে বসে ‘টাকা নিয়ে প্রশ্ন’ করার অভিযোগে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদের লোকসভার সদস্যপদ খারিজ করার সুপারিশ করে রিপোর্ট তৈরি করে। সেই রিপোর্টই ৪ ডিসেম্বর সোমবার জমা পড়তে চলেছে লোকসভায়। এমন আবহে অধীর স্পিকারকে চিঠিতে লেখেন, ‘যদি সংবাদমাধ্যমের রিপোর্টের ভিত্তিতে এথিক্স কমিটি সাংসদ মহুয়া মৈত্রকে তাড়ানোর সুপারিশ করে তাহলে এটাই হবে এথিক্স কমিটির প্রথম এমন সুপারিশ সংসদে। সংসদ থেকে তাড়ানো হল চরম শাস্তি। এটা আশা করি আপনিও মানবেন।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports