বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘দায়িত্বজ্ঞানহীন’ পার্থকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন কুণাল, তৃণমূলের অন্দরে শোরগোল
পরবর্তী খবর
গতকালই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণের ‘ভুয়ো খবর’ পোস্ট করেছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই ঘটনায় এবার পার্থবাবুর নাম করে শ্লেষাত্মক টুইট করলেন কুণাল ঘোষ। মনমোহনের প্রয়াণ নিয়ে করা ‘ভুল পোস্ট’ সম্পর্কে পার্থবাবু নিজের ঘনিষ্ট মহলে জানান যে তাঁর ভুল হয়েছে। ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তা মুছে দেন তিনি। তবে তা সত্ত্বেও কুণাল ঘোষ নাম না করে পার্থবাবুকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন।