সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার মামলায় সিবিআইয়ের কাছে তদন্ত রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। আগামী সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তৃণমূলের বহিষ্কৃত নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দিতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। বছরখানেক আগের সেই মামলাতেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আরও পড়ুন: কারাবাসের বর্ষপূর্তিতে ইডির সিদ্ধান্তে বড় ধাক্কা খেল সন্দেশখালির শাহাজাহান
মঙ্গলবার এই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। সেই মামলায় এদিন সিবিআইয়ের তরফে জানানো হয়, এই মামলায় বেশ কিছু গুরুত্বপুর্ণ তথ্য উঠে এসেছে। তার ভিত্তিতে এই সমস্ত তথ্য জানতে চেয়ে তদন্ত রিপোর্ট সিবিআইকে জমা দিতে বলেছেন বিচারপতি। রেশন দুর্নীতিকান্ডের তদন্তে নেমে ইডি আধিকারিকরা গত বছরের ৫ জনুয়ারি শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিলেন। সেই সময় শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। এরপরে গা ঢাকা দেন শাহজাহান। সেই সময় ইডির উপর হামলা ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছিল রাজনীতিতে। রাজ্য পুলিশকে কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল। পরে রাজ্য পুলিশ শাহজাহানকে গোপন ডেরা থেকে খুঁজে বার করে গ্রেফতার করে। গ্রেফতারের পর সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় শাহজাহানকে। তখন থেকেই জেলে আছেন শাহজাহান।